PM Modi USA: আমেরিকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদী, জানালেন তাঁর কর্মসূচির কথা

Published : Jun 20, 2023, 08:18 AM ISTUpdated : Jun 20, 2023, 08:35 AM IST
Bangla_Modi_USA_Visit

সংক্ষিপ্ত

আমেরিকায় তাঁর অষ্টম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন-এর আমলে প্রধানমন্ত্রী মোদীর এটা দ্বিতীয় মার্কিন সফর। 

আমেরিকা সফর শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ বিমানে তিনি রওনা হলেন। বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী তাঁর আমেরিকা সফরের বিস্তারিত কর্মসূচির কথা জানান সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে জানিয়েছেন যে ২১ জুন নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের যোগা দিবসেও অংশ নেওয়ার কথা।

প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্কে প্রথমে যাবেন। সেখানে যোগ দিবসে অংশ নেওয়ার পর শুরু হবে প্রধানমন্ত্রীর সরকারি মার্কিন সফর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই মার্কিন সফর।

আশা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর আমেরিকার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে। কারণ, এই সফরে দুই দেশের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ করে, ভারতীয় উপমহাদেশে প্রযুক্তিগত উৎপাদনে চিনের আধিপত্য রোধ করতে আমেরিকা কীভাবে সাহায্য করতে পারে তা নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে ঐতিহাসিক বলেও অনেকে ব্যাখ্যা করছেন। 
 

 

২২ জুন ওয়াশিংটন পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে থাকে অভর্থ্যনা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এই দিন রাতেই আবার প্রধানমন্ত্রী মোদীর সম্মানে নৈশভোজ রেখেছেন বাইডেন দম্পতি। ২২ জুন আবার মার্কিন কংগ্রেসেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। 

আরও পড়ুন-- 
হতাশ! নরেন্দ্র মোদীর সফরের এই সিদ্ধান্ত ঘিরে রীতিমত আশাভঙ্গ প্রবাসী ভারতীয়দের 
PM Modi Song: গান রচনা করলেন স্বয়ং নরেন্দ্র মোদী, গাইলেন গ্র্য়ামি পুরস্কার জয়ী ভারতীয়-আমেরিকান গায়িকা ফালু  
PM Modi US Visit: নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দারুণ আশাবাদী বিশিষ্ট শিক্ষাবিদরা

PREV
click me!

Recommended Stories

AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র
Kalyan Banerjee : 'SIR সংবিধান বিরোধী!' সংসদে বিরাট হুঙ্কার সাংসদ কল্যাণের, ঠিক কী বললেন?