PM Modi: ১ নম্বরে নরেন্দ্র মোদী , বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় আবারও সেরা প্রধানমন্ত্রী

৬-১২ সেপ্টেম্বর ২০২৩এর মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় মোদীকে জনপ্রিয় নেতা হিসেবে মানতে রাজি হয়নি মাত্র ১৮ শতাংশ।

 

মার্কিন যুক্তরাষ্ট্রে 'মর্নিং কনসাল্ট' এর সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় বিশ্বনেতা। তিনি এবারও ৭৬ শতাংশ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী যেখানে প্রথম স্থানে রয়েছে সেখানে তার থেকে প্রায় ১০ শতাংশ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রাস ম্যানুয়েল (৬৬শতাংশ)। পরবর্তী স্থানে রয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেন বারসেট(৫৮ শতাংশ)। তারপরে রয়েছে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা (৪৯ শতাংশ)। রাষ্ট্রপতিদের তালিকায় উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাঁর প্রাপ্ত রেটিং ৪০ শতাংশ। তিনি রয়েছেন সপ্তম স্থানে। পলিটিক্যাল ইন্টেলিজেন্স রিসার্চ ফার্ম ২২টি বৈশ্বিক নেতাদের সমীক্ষার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে।

৬-১২ সেপ্টেম্বর ২০২৩এর মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় মোদীকে জনপ্রিয় নেতা হিসেবে মানতে রাজি হয়নি মাত্র ১৮ শতাংশ। যদিও মোদী এখনও নিজের প্রথম স্থান ধরে রাখতে পেরেছেন। আগের তালিকাতেও তিনি ছিলেন শীর্ষে। এপ্রিলের সমীক্ষাতেও মোদীর রেটিং ছিল ৭৬ শতাংশ। সেই সময়ই তিনি ছিলেন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। যদিও ফেব্রুয়ারিতে তার রেটিং ছিল ৭৮ শতাংশ।

Latest Videos

 

 

ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বদের মধ্যে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরপর দুটি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে দেশের মসনদে বসেছেন তিনি। সম্প্রতি বিজেপি চার রাজ্যে জয় পেয়েছে। তাতেও মোদী ম্যাজিক কার্যকর বলে বিজেপির দাবি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে জনগণের জয় বলে দাবি করে থাকেন। তিনি সম্প্রতি তাঁর দলের নেতা কর্মীদের 'মোদীজি ' বলে সম্বোধন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, এতে তাঁর সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়। যা তিনি চান না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি তিনি তাঁর দলের হয়ে কাজ করেন। দেশের মানুষের জন্য কাজ করেন। আগামী দিনেই দেশের জন্য কাজ করে যেতে চান।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM