Aero India 2023: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী, কাল উদ্বোধন হবে অ্যারো ইন্ডিয়া ২০২৩

চার দিনের ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরু পৌঁছেছেন তিনি। আগামিকাল Aero India 2023-এর 14তম সংস্করণের উদ্বোধন করবেন তিনি।

 

Saborni Mitra | Published : Feb 12, 2023 4:49 PM IST
110
বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার সন্ধ্যাবেলায় বেঙ্গালুরু পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি তিনি Aero India 2023-এর 14তম সংস্করণের উদ্বোধন করবেন। 
 

210
প্রধানমন্ত্রীকে স্বাগত

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বোমাই টুইট করে বলেন অ্যারো ইন্ডিয়া-২৩  দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে। এই শোতে অন্যতম আকর্ষণ ভারতের হালকা বিমান তেজস। 
 

310
পাঁচ দিনের থিমের উদ্বোধন

ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে পাঁচ দিনের ইভেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এই শোয়ের মাধ্যমে ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার কথা তুলে ধরা হবে। 

410
অফিসিয়াল বিবৃতি

একটি অফিসাল বিবৃতি অনুসারে অ্যারো ইন্ডিয়া ২০২৩-র মূল ফোকাস হল দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তির প্রদর্শন। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্যা ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে তাল মিলিয়েই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। 
 

510
দেশি বিদেশি অংশীদার

অ্যারো ইন্ডিয়া শোয়ে দেশিয় সংস্থাগুলির সঙ্গে ভারতের অংশীদার হিসেবে যেসব বিদেশি সংস্থাগুলি প্রতিরক্ষা ও মহাকাশ নিয়ে কাজ করেছে তাদেরও তুলে ধরা হবে। 
 

610
৯৮টি দেশের অংশগ্রহণ

উদ্যোক্তাদের তরফ থেকে জানান হয়েছে, এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় ইভেন্ট অ্যারো ইন্ডিয়া শো-র। কারণ এই প্রথন ৯৮টি দেশ এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ৩২টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯টি দেশের বিমান বাহিনীর প্রধান ও ৭৩টি সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। 
 

710
এমএসএমদের ভূমিকা

মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো এন্টারপ্রাইজ (এমএসএমই) এবং স্টার্টআপ সহ প্রায় 809টি প্রতিরক্ষা সংস্থা, বিশেষ প্রযুক্তির অগ্রগতি এবং মহাকাশ ও প্রতিরক্ষা খাতে বৃদ্ধি প্রদর্শন করবে।
 

810
প্রধান প্রদর্শক

এয়ারবাস, বোয়িং, ড্যাসল্ট এভিয়েশন, লকহিড মার্টিন, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, ব্রহ্মোস অ্যারোস্পেস, আর্মি এভিয়েশন, এইচসি রোবোটিক্স, এসএএবি, সাফরান, রোলস রয়েস, লারসেন অ্যান্ড টুব্রো, ভারত ফোর্জ লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত লিমিটেড। ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল), ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) এবং বিইএমএল লিমিটেড। 
 

910
দর্শক সংখ্যা

প্রায় পাঁচ লক্ষ দর্শক এই অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত থাকবেন। টেলিভিশনেও এই অনুষ্ঠান দেখানের আয়োজন রয়েছে। ইন্টারনেটের মাধ্যমেও দেখা যাবে প্রদর্শনী। 
 

1010
ইভেন্টের লক্ষ্য

ইভেন্টের লক্ষ্য হল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ)-তেজাস, এইচটিটি-40, ডর্নিয়ার লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ), লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) এবং অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এর মতো দেশীয় বিমান প্ল্যাটফর্মের রপ্তানি আরও বাড়ান। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos