Thiru CP Radhakrishnan: মঙ্গলবার নয়, তার আগেই ঘোষণা হয়ে গেল ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম। এনডিএ দলের তরফে ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন। বিশদে জানুন…
গত শনিবারই শোনা গিয়েছিল যে, ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ে মঙ্গবার বিজেপির সংসদীয় দলের বৈঠক ডাকা হবে। যদিও সেই বৈঠকের ২৪ ঘন্টা আগেই এনডিএ দলের তরফে ঘোষণা করা হল ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম। জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় শাসক জোট শিবির এনডিএ দলের তরফে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণনের নাম।
25
কে এই চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন?
জানা গিয়েছে, চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই প্রবীণ নেতার। এর আগে সামলেছেন ঝাড়খণ্ড, তেলেঙ্গনার দায়িত্ব। পদুচেরীর গভর্নর হিসেবেও কাজ করেছেন চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন।
35
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত রাধাকৃষ্ণনের
সোমবার দিল্লিতে চন্দ্রপূরম পন্নুসামির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পদ প্রার্থী হিসেবে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোদী লেখেন, ‘’আসন্ন উপ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণনকে অনেক শুভেচ্ছা। তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মজীবন জাতিকে সমৃদ্ধ করবে। তিনি যেন সর্বদা যে নিষ্ঠা এবং দৃঢ়তার সঙ্গে এই কাজ করে যান।''
চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন আদতে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। ১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম হয়েছিল তাঁর। পরবর্তীতে সেখানের একটি কলেজে ব্যবসায়িক ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেন তিনি। তৃণমূল স্তরে কাজ করলেও পরবর্তীকালে তিনি যুক্ত হয়ে পড়েন আর এস এস-এর সঙ্গে। ১৯৭৪ সালে তামিলনাড়ুতে আরএসএস-এর একটি শাখা সংগঠনের পদ পান। তারপর তামিলনাড়ুর ভারতীয় জনসংঘের সভাপতি পদ পান। এরপর যোগ দেন বিজেপিতে।
55
দক্ষিণী রাজনীতিতে জোর
জাতীয় রাজনীতিতে কিছুটা হলেও দক্ষিণে জোর কম গেরুয়া শিবিরের। এই অবস্থায় দক্ষিণের এই রাজ্য থেকে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণার মাধ্যমে কিছুটা হলেও চমক দিতে চলেছে বিজেপি। যদিও কানাঘুঁষো শোনা যাচ্ছে ডিএমকে-র তরফে পাল্টা তামিলনাড়ু থেকেই ঘোষণা করা হবে ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। তবে এখন দেখার কে হচ্ছেন ধনখড়ের পরবর্তী উত্তরসূরি।