Pak Navy News: অপারেশন সিঁদুরের ভয়ে তটস্থ ছিল পাকিস্তান! সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র প্রকাশে উঠে এসেছে তেমনই ছবি। কী দেখা গেল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Pak Navy News: 'ফাঁকা কলসির আওয়াজ বেশি'। বাংলায় এই প্রবাদ বাক্যটি যেন অক্ষরে অক্ষরে মেলে পাকিস্তানের সঙ্গে। কারণ, মুখে যতই তর্জন-গর্জন করুক না কেন, আদতে ভারতের ভয়ে চুপসে থাকে ইসলামাবাদ। সাম্প্রতিক একটি স্যাটেলাইট চিত্রে তেমনই ছবি উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, গত মে মাসের ৬-৭ তারিখ নাগাদ ভারতের 'অপারেশ সিঁদুর' অভিযান চলাকালীন করাচির বন্দর ছেঁড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী।
কোথায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল পাক নৌসেনা? (Pak Navy News):-
সম্প্রতি সামনে এসেছে ভারতের সিঁদুর অভিযান চালানোর সময়ের একটি স্যাটেলাইট চিত্র। আর তাতেই কার্যত স্পষ্ট দেখা গিয়েছে যে, ৬ ও ৭ মে রাতে ভারতের অপারেশন সিঁদুর অভিয়ান চালানোর সময় করাচির বন্দর ছেড়ে পালিয়ে গিয়েছিল পাক নৌবহর। তারা আশ্রয় নিয়েছিল ১০০ কিলোমিটার অদূরে ইরানের কাছে অবস্থিত গদর বন্দরে। জানা গিয়েছে আর এই তথ্য প্রকাশ্যে আসতেই ফের বিশ্বমঞ্চে হাসির খোরাক হয়ে উঠেছে পাকিস্তান।
উল্লেখ্য, চলতি বছরের গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেদিনের নৃশংস হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটক। ঘটনার বদলা নিতে পাল্টা ভারতের তরফে গত ৬ ও ৭ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালায়। আর তাতেই ভয় পেয়ে করাচি বন্দর ছেড়ে ইরানের কাছে গদর বন্দরে আশ্রয় নেয় পাকিস্তান নৌবাহিনীর বীর পুঙ্গব।
সূত্রের খবর, ভারতের তরফে পাকিস্তানের আট জায়গায় হামলা চালানো হলেও শেষ পর্যন্ত করাচির বন্দরে অপারেশন সিঁদুর অভিযান চালায়নি ভারত। যদিও তার আগেই ভয়ে তটস্থ পাকিস্তান করাচি বন্দর ছেড়ে পালিয়ে গিয়েছিল। ভারতের মিসাইল হামলার ভয়ে খালি করে দেওয়া হয়েছিল করাচি নৌবন্দর। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় প্রকাশিত তথ্য ও স্যাটেলাইট ইমেজ থেকে স্পষ্ট যে, ভারত যে সময় অপারেশন সিঁদুর চালিয়েছিল তখন খালি করে দেওয়া হয়েছিল করাচি বন্দর। পাকিস্তান নৌবাহিনী আশ্রয় নিয়েছিল ইরানের কাছে গদর বন্দরে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


