প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অন্য মেজাজে মোদী

Published : May 28, 2019, 02:44 PM IST
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অন্য মেজাজে মোদী

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এটাই ছিল তাঁদের প্রথম সাক্ষাত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে তাঁদের দু'জনকে দেখা গেল একেবারে অন্য মেজাজে নিজে হাতে মোদীকে চামচে করে মিষ্টি খাইয়ে দেন তিনি

বৃহস্পতিবারই পুনরায় প্রধানমন্ত্রীর পদের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন নরেন্দ্র মোদী। এদিন বেলা ১২টা নাগাদ প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবন দশ নম্বর রাজাজি মার্গে যান মোদী। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এটাই ছিল তাঁদের প্রথম সাক্ষাত।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর টুইট করে মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই টুইট নজর কেড়েছিল সকলের। যেখানে তিনি লিখেছিলেন, 'একশো ত্রিশ কোটি মানুষের আশা ও আকাঙ্খা আপনি বহন করে চলছেন। ঈশ্বর আপনাকে এগিয়ে চলার শক্তি দিন।' 

তবে এদিন প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে তাঁদের দু'জনকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। আসা মাত্রই মোদীকে পুস্প স্তবক দিয়ে বরণ করে নেন তিনি। এরপর নিজে হাতে মোদীকে চামচে করে মিষ্টি খাইয়ে দেন তিনি। তাঁদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও রাজনীতির ময়দানের বাইরে দু'জনের সম্পর্ক কতখানি মধুর, তা ফ্রেমবন্দী করে নিজের টুইটারে শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি