গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত, বললেন প্রধানমন্ত্রী মোদী

কিছু দিন আগেই কেন্দ্রের মোদী সরকার সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান প্রদান করার কথা ঘোষণা করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের আবেদন ফিরিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আবেদন প্রত্যাখানের কয়েক দিন পরেই সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সন্ধ্যেবেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Geetashra Sandhya Mukherjee)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাত ১১টার পর টুইট করে প্রধানমন্ত্রী সঙ্গীত শিল্পির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বাংলাতেই টুইট করেছেন। 

কিছু দিন আগেই কেন্দ্রের মোদী সরকার সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান প্রদান করার কথা ঘোষণা করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের আবেদন ফিরিয়ে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আবেদন প্রত্যাখানের কয়েক দিন পরেই সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সন্ধ্যা মুখোপাধ্য়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার সোনালি যুগের শিল্পি ছিলেন তিনি।  প্রধানমন্ত্রী জানিয়েছেন তাঁর মৃত্যুতে সংস্কৃতির অপুরণীয় ক্ষতি হল। 

Latest Videos

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোচবিহারে গতকাল অর্থাৎ বুধবার  সকালে তাঁর যে নির্ধাতির কর্মসূচি রয়েছে তা হবে। তারপরই তিনি কলকাতায় ফিরবেন। আগামিকাল সন্ধ্যের মধ্যে তিনি কলকাতা ফিরে আসতে পারবেন বলেও আশা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তেমনই জানিয়েছেন তিনি। তারপর রাজ্যের সর্বোচ্চ মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের। এদিন রাতে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের দেহ থাকবে পিস হেভেন বা হাসপাতালে। 

আগামিকাল দুপুর ১২ টা থেকে  রবীন্দ্র সদনে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের দেহ শায়িত থাকবে। সেখানেই তাঁকে তাঁর ভক্ত ও অনুগামীরা শ্রদ্ধা জানাবেন। বিকেল পাঁচটা পর্যন্ত দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। রাতের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানিয়েছেন। রাজ্যের সর্বোচ্চ সম্মান ও গ্যান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। সন্ধ্যে ৬টার পরই তিনি কলকাতায় ফিরবে বলেও আশা করেছেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি মনে করেন সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতরত্ন। তাঁর চলে যাওয়ায় বাংলা তথা ভারতের সঙ্গীতমহলের যথেষ্ট ক্ষতি হবে। বাংলার সংস্কৃতির যথেষ্ট ক্ষতি হল বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন তিনি ক্ষমতায় আসার পর রাজ্য তাঁকে একাধিক সম্মান দিয়েছেন। রাজ্যের একাধিক অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের উজ্জ্বল উপস্থিতি ছিল বলেও জানিয়েছেন তিনি।  শিল্পীর মৃত্যুতে নিজের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি বাতিল করে কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
'মুসলমানরা আমার দোকান-বাড়ি সব শেষ করে দিয়েছে', শুনুন মোথাবাড়ির এক বাসিন্দার ভয়াবহ অভিজ্ঞতার কথা
Bhangar News: গণতন্ত্র শেষ! পুলিশের সামনেই লাঠি-বাঁশ দিয়ে সাংবাদিকদের মারধর, ঘটনায় ফুঁসছে সংবাদমহল
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake
‘London-এ RG Kar নিয়ে প্রশ্ন উঠতেই পিছিয়ে গেলেন Mamata Banerjee’ কটাক্ষ Adhir Ranjan Chowdhury-র