৫৪টি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের, রয়েছে কয়েকটি সেলফি অ্যাপও

ইলেকট্রনিক্স ও তথ্য  প্রযুক্তি মন্ত্রক সাম্প্রতিক নির্দেশে বলেছে যে এই অ্য়াপ্লিকেশনগুলি ভারতীয়দের সংবেশদনশীল ডেটা চিনের মত অন্যান্য দেশের সার্ভারে পাঠাতে সক্ষম। অর্থাৎ এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের ডেটা চিনসহ বেশ কয়েকটি দেশ হাতিয়ে নিচ্ছে। 

কেন্দ্রীয় সরকার ৫৪টি চিনা অ্যাপলিকেশন (China Aplications)  বাতিল করা নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। এই চিনা অ্যাপলিকেশনগুলি ভারতীয়দের নিরাপত্তা (Security) ও  ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে ক্ষতিকারক বলেই সেগুলি ব্যান করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে নির্দেশিকায়। ৫৪টি বাতিল (54 Apps) হওয়া অ্যাপের মধ্যে রয়েছে, সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা, সেলফি ক্যামেরা, ইকুয়ালাইডার, বাস বুস্টার, সেলসফোর্স এন্টের জন্য ক্যামকার্ড, আইসোল্যান্ড ২, অ্যাশেস অপ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিওজি চেস. অনমিউজি অ্যারেনা, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট। 

ইলেকট্রনিক্স ও তথ্য  প্রযুক্তি মন্ত্রক সাম্প্রতিক নির্দেশে বলেছে যে এই অ্য়াপ্লিকেশনগুলি ভারতীয়দের সংবেশদনশীল ডেটা চিনের মত অন্যান্য দেশের সার্ভারে পাঠাতে সক্ষম। অর্থাৎ এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের ডেটা চিনসহ বেশ কয়েকটি দেশ হাতিয়ে নিচ্ছে। 

Latest Videos

২০২১ সালের জুন থেকে এপর্যন্ত বেশ কয়েক বার ভারত নাগরিকদের নিরাপত্তার কারণে একাধিক অ্যাপলিকেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২১ সালের জুন মাসে ভারত দেশের সর্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপদের কথা উল্লেখ করে টিকটক, ওয়েচ্যাট, হেলোর মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসহ ৫৯টি চিমা স্পার্টফোন অ্যাপলিকেশন নিষিদ্ধ করেছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই সেই সময় অ্যাপলিকেশন নিষিদ্ধ করা হয়েছিল। 

সেপ্টেম্বরে একই কারণে ১১৮টি চিনা মোবাইল অ্যাপলিকেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কেন্দ্রের জারি করা নির্দেশিকাতে বলা হয়েছিল ভারতের সার্বভোমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকারক সংশ্লিষ্ট অ্যাপগুলি। সেই কারণেই এগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারতের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিল চিন। বলা হয়েছিল এজাতীয় সিদ্ধান্ত অ-বৈষম্যমূলক নিয়মগুলি লঙ্ঘন করে। 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও