Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে বাকি আর মাত্র ১১ দিন, এই মুহূর্তে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published : Jan 12, 2024, 11:06 AM ISTUpdated : Jan 12, 2024, 11:12 AM IST
modi 1

সংক্ষিপ্ত

১২ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হল অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন, অডিও বার্তায় কী বললেন নরেন্দ্র মোদী?

অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনে বাকি আর মাত্র ১১ দিন। ১২ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হল মন্দির উদ্বোধনের কাউন্টডাউন । এই উপলক্ষ্যে সমগ্র দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

শুক্রবার একটি বিশেষ অডিও বার্তা প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, আজ থেকে টানা ২২ জানুয়ারী পর্যন্ত ১১ দিনের বিশেষ আচার পালন করা শুরু করছেন তিনি।

তাঁর কথায়, “অযোধ্যায় রামলালার পুজোর আর মাত্র ১১ দিন বাকি। আমি ভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকব। প্রভু আমাকে পবিত্র করার সময় ভারতের সমস্ত নাগরিকের প্রতিনিধিত্ব করার জন্য একটি মাধ্যম বানিয়েছেন। এই কথা মাথায় রেখে আজ থেকে ১১ দিনের বিশেষ আচার শুরু করছি।" 

দেশবাসীর কথা স্মরণ করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী (PM Modi) বলেছেন, "আমি সকল মানুষের জন্য প্রার্থনা করছি। এই মুহুর্তে আমার অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা খুব কঠিন । তবে আমি আমার দিক থেকে চেষ্টা করছি ।"



PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo