প্রধানমন্ত্রী মোদীর 'আমার মাটি আমার দেশ' কর্মসূচিতে বাংলার সঙ্গে ৭৫০০ জায়গায় মাটি আর গাছ যাবে দিল্লিতে

'আমার মাটি আমার দেশ' কর্মসূচিরে বাংলা-সহ দেশের একাধিক স্থান থেকে মাটি ও গাছ দিল্লিতে পাঠাতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এই কর্মসূচি অনুযায়ী দেশের ৭৫০০ এলাকার প্রতিনিধি করবে।

 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন কর্মসূচি 'আমার মাটি আমার দেশ'। সোমবার প্রধানমন্ত্রী সব সাংসদদের এই কর্মসূচি সফল করার নির্দেশও দিয়েছেন তিনি। এই কর্মসূচির মধ্যে রয়েছে পাঁচটি উপাদানঃ শহিদের মূর্তি স্থাপন, প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও একটি অমৃত ভাটিকা তৈরি করা। একই সঙ্গে দেশের মাটিকে প্রনাম করা। স্বাধীনতার ৭৫ বছরের কথা মাথায় রেখে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। যদিও রাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছর লোকসভা নির্বাচনের আগে দেশপ্রেমের জিগির তুলে ভোট বৈতরণী পার হওয়ার এটাও একটি প্রচেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যাইহোক, 'আমার মাটি আমার দেশ' কর্মসূচিরে বাংলা-সহ দেশের একাধিক স্থান থেকে মাটি ও গাছ দিল্লিতে পাঠাতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এই কর্মসূচি অনুযায়ী দেশের ৭৫০০ এলাকা থেকে মাটির কলসিতে মাটি ভরে দিল্লিতে পাঠাতে হবে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে গাছের চারাও পাঠাতে হবে এই কর্মসূচিতে দেশের সব সাংসদকেই সামিল হতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Latest Videos

যুব ও সাংস্কৃতি মন্ত্রক যৌথ উগ্যোদে 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি বাস্তবায়িত করবে। এটি হবে আজাদিকা অমৃত মহোৎসব অনুষ্ঠানের সমাপ্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে আগামী ৯ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল দেশের বীরদের শ্রদ্ধা জানান। তিনি আরও বলেন, দেশকে রক্ষা করার জন্য এজাতীয় অনুষ্ঠান ব্লক স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত পালন করা হবে। তিনি বলেন প্রত্যেকটি ব্লক থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদদের।

সূত্রের খবর ইতিমধ্যেই বাংলা ও ওড়িশার সাংসদদের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা হয়েছে কেন্দ্রীয় সককারের। যদিও তৃণমূলের দাবি তাদের 'মা মাটি মানুষ'এর স্লোগান থেকেই এই কর্মসূচির নামকরণ হয়েছে। কিন্তু তা মানতে নারাজ বিজেপি। দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটি স্বতন্ত্র কর্মসূচি। এই মূল উদ্দেশ্যই হল দেশপ্রেম। দেশকে শ্রদ্ধা।

 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর