PM Modi On Maoists: দেশ থেকে কী সম্পূর্ণ ভাবে নির্মূল করা গিয়েছে মাওবাদী? ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদী দমনে বিজেপি সরকারের কাজের ফিরিস্তি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
এখনও প্রায়ঃশই খবরের শিরোনাম কাড়ে মাওবাদী হামলা। সন্ত্রাসবাদ ও নির্মম হত্যাকাণ্ডের খবরে। তবে কী এখনও মাও মুক্ত হয়নি দেশ? শনিবার ছত্তিশগড় সফরে এসে মাওবাদী দমনে কেন্দ্রের বিজেপি সরকার কী কী করছে সেই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, দেশের মধ্যে এখনও ছত্তিশগড় রাজ্যের কিছু-কিছু জেলায় মাঝে মধ্যেই খবরে উঠে আসে মাওবাদী হামলার ঘটনা। এই রাজ্য গঠনের ২৫ বছর পরও পুরোপুরি মাওবাদী মুক্ত নয় বক্সার-বাস্তার প্রভৃতি জেলাগুলি। এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলে মাওবাদীদের সংঘর্ষ।
25
কী বললেন প্রধানমন্ত্রী?
এদিন ছত্তিশগড় সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘’কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযআয়ী ছত্তিশগড়ের সুকমা, বিজাপুর এবং নারায়ণপুর এই অঞ্চলগুলি এখনও মাও অতিপ্রভাবিত। খুব শীঘ্রই এই এলাকাগুলি মাও সন্ত্রাসমুক্ত হবে।''
35
মোদীর বার্তা
তিনি আরও বলেন যে, ‘’সন্তানদের জন্য মায়েদের কান্না আমি সহ্য করতে পারতাম না। তাই ২০১৪ সালে যখন আপনারা আমাদের সুযোগ দিলেন, আমরা দেশ থেকে মাওবাদী সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে কাজ শুরু করি। তার ফলে আজ গোটা দেশ দেখছে। ১১ বছর আগে দেশে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা ছিল ১২৫টি। এখন তা কমে মাত্র তিনটি রয়ে গিয়েছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি খুব দ্রুত ছত্তিশগড় সহ গোটা দেশ মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত হয়ে যাবে।''
২০১৩ সালে ভারতে ১২৬টি জেলা মাওবাদী উপদ্রুত ছিল। ২০২৫ সালের এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ছ’টি ‘অতি প্রভাবিত’ এবং ১১টি ‘মাওবাদী প্রভাবিত’ জেলা। তার ছ’মাস পরেই গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ‘অতি প্রভাবিত’ জেলার সংখ্যা ছয় থেকে কমে তিন হয়ে গিয়েছে।
55
মাওবাদী উপদ্রবের কারণে পরিষেবা বঞ্চিত সাধারণ মানুষ
এদিন প্রধানমন্ত্রী আরও জানান যে, ছত্তিশগড়ের এই সমস্ত জেলা মাওবাদী প্রকোপের কারণে এখানকার সাধারণ মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নানারকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। খুব দ্রুত এই সমস্ত অঞ্চল মাও মুক্ত করে সবাইকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হবে।