দুর্নীতিকে 'লাল কার্ড' উত্তর-পূর্ব ভারতে, বিশ্বকাপের মরশুমে ফুটবলের পরিভাষায় ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

গত সরকার উত্তরপূর্বাঞ্চলে আট বছরে ধরে যে দুর্নীতি, বৈষম্য, সহিংসতা এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে তার ফলস্বরূপ তাকে 'লাল কার্ড' দেখিয়ে রাজনীতির ময়দান থেকে বার করে দিতে বাধ্য হয়েছে বিজেপি।জনসভায় ভাষণ মোদীর

Web Desk - ANB | Published : Dec 18, 2022 11:03 AM IST / Updated: Dec 18 2022, 06:03 PM IST

মেঘালয়ের এনডিএ সরকারের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী। মেঘালয়ের নর্থ ইস্ট কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে গত সরকার উত্তরপূর্বাঞ্চলে আট বছরে ধরে যে দুর্নীতি, বৈষম্য, সহিংসতা এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে তার ফলস্বরূপ তাকে 'লাল কার্ড' দেখিয়ে রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে বিজেপি। তিনি আরও বলেন যে।,'আমরা দুর্নীতি, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, হিংসা, প্রকল্পের স্থবিরতা এবং ভোট ব্যাঙ্কের রাজনীতি দূর করার জন্য সৎ প্রচেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে এর শিকর অনেক গভীর, তাই আপনাকে আমাকে ,সবাইকে মিলে একসঙ্গে এই শিকড় উপরে ফেলার প্রয়াস করতে হবে। '

সম্প্রতি চারিদিকে ফুটবল জ্বর। বিশ্বকাপ কাতারে হলেও বিশ্বকাপের উন্মাদনা সমানভাবে দেখা যাচ্ছে ভারতেও। তাই ফুটবলের পরিভাষা ব্যবহার করে দর্শকদের তিনি বলেন যে ,'আমরা জানি যেকোনো খেলায় খেলোয়াড় যদি স্পোর্টসম্যান স্পিরিটের বিরুদ্ধে যায় তাহলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেওয়া হয়। ঠিক তেমনই গত আট বছর ধরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের আমরা লাল কার্ড দেখিয়ে রাজনীতির ময়দান থেকে বের করে দিয়েছি। '

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের নর্থ ইস্ট কাউন্সিলের সুবর্ণ জয়ন্তীর উদযাপনে অংশ নিতে আজ শিলং যান। আসলে তিনি শিলং এ ২৪৫০ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন সেখানে। এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সঙ্গে মোদি উমসাউলি এবং শিলং-ডিয়েংপাসোহ রোডে আইআইএম শিলং-এর নতুন ক্যাম্পাসেরও উদ্বোধন করেন যা নতুন শিলং স্যাটেলাইট টাউনশিপ এবং শিলংয়ে যানজট কমাতে বিশেষ সহযোগী ভূমিকা পালন করবে।

এই অঞ্চলে টেলিকম কানেক্টিভিটি আরও বাড়ানোর জন্যও বিশেষ পরিকল্পনা করেছিলেন মোদি। তিনি দেশবাসীকে দ্রুত মোবাইলে কানেক্টিভিটি সার্ভিস দেওয়ার জন্য চালু করেন ৪ জি নেটওয়ার্ক টাওয়ার। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন কোনায় ৩২০ টি টাওয়ার তৈরী করা হয়েছে। এবং ৮৯০ টি টাওয়ার এখনও নির্মাণাধীন।

মোদি এখনও পর্যন্ত তিনটি রাজ্য, অর্থাৎ মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশ জুড়ে আরও চারটি সড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। এবং আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য জুড়ে ছয়টি সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজও তার তত্ববধানেই সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন 

'এমার্জেন্সি'র শ্যুটিং করার অনুমতি চাইলেন কঙ্গনা রানউত, লোকসভার সচিবালয় এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি

পিসিকে হত্যা করে দেহের ১০টি টুকরো করে পাচার করল ভাইপো, সিসিটিভি দেখেই রহস্যের কিনারা করল পুলিশ

ভারত মহাসাগর কাঁপাতে তৈরি P15B স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওয়ারশিপ 'মোরমুগাও', জেনে নিন এর বৈশিষ্ট্য

Share this article
click me!