সংক্ষিপ্ত
পিসিমা দিল্লি যেতে দেয়নি। তাতেই রাগ করে কাকিমাকে হত্যা করল ভাইপো। এই ঘটনা রাজস্থানের জয়পুলিশ। সিসিটিভি ফুটেজ আর ভাইপোর খথার অসঙ্গতিতে রহস্যের কিনারা করল পুলিশ।
পিসিকে খুনের অপরাধে গ্রেফতার ভাইপো। রাজস্থানের জয়পুরের প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩২ বছরের অনুজ শর্মাকে। পুলিশের দাবি গত ১১ ডিসেম্বর সে তার ৬৪ বছরের পিসিকে হত্যা করে। দিল্লিতে যেতে বাধা দিয়েছিল পিসি। তাতেই অনুজ রাগের বশে প্রৌঢ়াকে হত্যা করে বলেও মনে করছে পুলিশ।
অনুজ তার বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধর নগরে থাকতে। তাদের সঙ্গেই থাকত বিধবা পিসিমা সরোজ। অনুজের মা গত বছর কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে অনুজ ও সরোজ বাড়িতে একাই ছিল। কারণ অনুজের বাবা ও বোন ইন্দোর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময়ই অনুজ দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিল। কিন্তু তাঁর সিসিমা সরোজ তাঁকে সেখানে যেতে বাধা দিয়েছিল। তাই নিয়ে পিসিমা আর ভাইপোর মধ্যে বসচা বাধে। অনুজ রীতিমত রেগে গিয়েছিল। সেই সময়ই সরোজ চা তৈরি করছিল রান্না ঘরে। তখনই অনুজ একটি হাতুড়ি গিয়ে সরোজের মাথায় আঘাত করে। তাতেই মাটিয়ে লুটিয়ে পড়ে সরোজ।
পিসিমা হত্যা করে প্রমাণ লোপাটের জন্য তার দেহগুলি পাথার কাটার ছুরি দিয়ে ১০টি টুকরো করে। একটি স্যুটকেস ও বালতিতে ভরে সেগুলি সরিয়ে রাখে। তারপরই পিসিমার মৃত্যু নিয়ে পুলিশকে বিভ্রান্ত করার জন্য অনুজ সরোজের নামে নিখোঁজ ডায়েরি করে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সেও সরোজকে খুঁজে বার করতে শুরু করেছিল।
পুলিশের সন্দেহ দানাবাঁধে অনুজের কথার অসঙ্গতিতে। অনুজ বারবার তার বয়ান বদল করেছিল। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ার পরই বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে। তাতে জানা যায় অনুজ ১১ ডিসেম্বর রাতে একটি বড় স্যুটকেস আর বালতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপরই সেই বিষয় অনুজকে জেরা করতে শুরু করে। পুলিশের জেরার সামনে ভেঙে পড়ে অনুজ। স্বীকার করে নেয় সরোজকে হত্যার কথা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অনুজ হত্যাকারী। কিন্তু সে প্রবল বুদ্ধমান। পাশাপাশি শিক্ষিত। তবে সাইকোপ্যাথিক প্রবণতা রয়েছে বলেও মনে করছে পুলিশ। পুলিশ আরও জানান সিসিটিভি ফুটেজে একবারও সরোজকে বাড়ি থেকে বার হতে দেখা যায়নি। তাতেই তাদের সন্দেহ হয়। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায় অনুজের ওপরও গিয়ে পড়ে পুরো সন্দেহ। জয়নগরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন তারা এই বাড়ির রান্নাঘরে রক্তের দাগ পেয়েছে।
পুলিশ আরও জানিয়েছেন, পিসি সরোজকে হত্যা করে তার দেহের ১০টি টুকরো করেছিল অনুজ। কিন্তু এই কাজের জন্য তার মধ্যে কোনয়ও অনুশোচনা ছিল না। অনুজের বিরুদ্ধে খুনের অপরাধের মামলা রুজু করেছে জয়পুর পুলিশ।
আরও পড়ুনঃ
শ্রদ্ধার পথেই রুবিকাকে হত্যা! দ্বিতীয় স্ত্রীর দেহ ৫০ টুকরে করল 'দিলদার' স্বামী
বারান্দা থেকে দুধের শিশুকে ছুঁড়ে ফেলে দিল বাবা, দাম্পত্য বিবাদের জের বলে জানাল পুলিশ
তাওয়াং নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, দাবি জানাল কংগ্রেস থেকে বহিষ্কারের