PM Modi Security Lapse: পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা, সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি

প্রধানবিচারপতি এনভি রামনা, বিচারপতি সূর্যকারন্ত হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্বাবনা রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেডিস্ট্রার জেনারেলকে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘন করার সময় নিয়ে প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের ব্যবস্থা সংক্রান্ত রেকর্ডগুলি সংরক্ষিত ও সংরক্ষিত করার নির্দেশ দিয়েছিল। 

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা লঙ্ঘনের (PM Modi Security Lapse) বিষয়ে আগেই একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রের খবর। গত ৫ জানুয়ারি পঞ্জাবের ফিরোজপুরে বিক্ষোভকারীদের অবরোধের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় একটি ফ্লাইওভারে আটকে পড়েছিল। যেকারণে নিজের পূর্বনির্ধারিত সফর ও কর্মসূচি বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটমুখী পঞ্জাব থেকে ফিরে আসেন। 

প্রধানবিচারপতি এনভি রামনা, বিচারপতি সূর্যকারন্ত হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্বাবনা রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেডিস্ট্রার জেনারেলকে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘন করার সময় নিয়ে প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের ব্যবস্থা সংক্রান্ত রেকর্ডগুলি সংরক্ষিত ও সংরক্ষিত করার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি জানিয়েছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে সেগুলি ১০ জানুয়ারির শুনানি না হওয়া পর্যন্ত অগ্রসর হবে না। পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। 

Latest Videos

আবেদনে বলা হয়েছে ভবিষ্যতে এমন কোনয়ও ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আবেদন করা হয়েছে। আবেদনে আদালতের তত্বাবধানে তদন্তের কথাও বলা হয়েছে। পাশাপাশি পঞ্জাব সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ঘাটতি নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেস ও বিজেপি-র মধ্যে তরজা অব্যাহত রয়েছে। একপক্ষ প্রধানমন্ত্রী নিরাপত্তার গাফিলতের জন্য কংগ্রেস শাসিত পঞ্জাব সরকারকে নিশানা করেছে। অন্যপক্ষে কাঠগড়ায় তুলেছে মোদীর নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকা এসপিজিকে। তবে এখনও পর্যন্ত মোদীর নিরাপত্তা ইস্যুতে কোনও মন্তব্য করেনি এসপিজি। যদিও একাধিকবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি বলেছেন পঞ্জাবের মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর কোনও বিপদের আশঙ্কা নেই। পঞ্জাবে নরেন্দ্র মোদী সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি তিনি বলেছেন মোদীর দিকে যদি কোনও বুলেট আসত তাহলে তিনি তাঁর সামনে দাঁড়িয়ে নিজের বুক পেতে দিতেন। পঞ্জাবের নাগরিকরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ে আঁচ লাগতে দিত না বলেও দাবি করেন তিনি। 

অন্যদিকে ব্রিটেনে শিখদের একটি সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছএ। বলা হয়েছে  একটা পঞ্জাবের মানুষকে বুঝতে হবে যে প্রধানমন্ত্রী দেশের নির্বাচিত প্রধান। তিনি কোনও একটি রাজ্যের নয় গোটা দেশের প্রতিনিধি। তাই কেউ-ই তাঁকে অসম্মান করতে পারে না। পঞ্জাবে নিরাপত্তাজনিত এই ত্রুটি খুবই খারাপ একটি দিক বলেও জানান হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর আর কোনও প্রধানমন্ত্রী পঞ্জাবের মানুষদের উন্নতির জন্য এত চিন্তাভাবনা করেননি। তাই পঞ্জাবের মানুষের দেখা উচিৎ ছিল প্রধানমন্ত্রী তাঁর সভা সমিতিগুলি থেকে পঞ্জাবের মানুষের জন্য কী কী বার্তা দেন। সেক্ষেত্রে রাস্তা অবরোধ করে প্রধানমন্ত্রীর কনভয় আটকানো কখনই ঠিক ছিল না। 

Lal Bahadur Shastri: লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্যে মোড়া, ৪টি ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে জল্পনা

Omicron: ডেল্টার থেকে ১০৫ শতাংশ শক্তিশালী ওমিক্রন, নতুন গবেষণা রিপোর্টে উদ্বেগ

PM Modi On Covid-19: দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, ১৫ দিনের ব্যবধানে বৈঠক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla