'আমার মাও টিকা নিয়েছেন', সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রধানমন্ত্রী মোদী

  • টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর মা 
  • সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নরেন্দ্র মোদী
  • দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি 
  • এপর্যন্ত ২ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জানিয়েছেন তাঁর মা হীরাবেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এদিন তিনি প্রথম ডোজটি নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে করোনাভাইরাসের টিকা গ্রহণেরও আবেদন জানিয়েছেন। 


৭১ বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পয়লা মার্চ করোনাভাইরাসের প্রথম ডোজটি নিয়েছিলেন। তাঁর মায়ের বয়স প্রায় ১০০। এদিন টিকা গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে টিকা করলেন প্রধানমন্ত্রী ও তাঁর মা। এই পর্বে টিকা গ্রহণ করেছেন লালকৃষ্ণ আডবানি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্ড সহ দেশের প্রথম সারির ষাটোর্ধ্ব ব্যক্তিত্বরা।  ৬০ বছরের বেশি বয়স্কদেরই দ্বিতীয় পর্বে টিকা দেওয়া হচ্ছে। একই সঙ্গে টিকা দেওয়া হচ্ছে ৪৫ উর্ধ্ব কোমর্ডিডিট রোগীদেরও। ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকর্মসূচি শুরু হয়েছিল। প্রথম দফায় করোনা যোদ্ধাদেরও টিকা দেওয়া হয়েছিল। 

কেন্দ্রীয় সরকারের সর্বশেষ পরিসংখ্যন অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ২ কোটি ২৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে সবমিলিয়ে ২ কোটি ৫২ লক্ষ ৯হাজার ৯৩ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। যারমধ্যে স্বাস্থ্য কর্মীদের দেওয়া হয়েছে ৭০ লক্ষ ৩১ হাজার, ১৪৭ টি ডোজ। ফ্রন্ট লাইন যোদ্ধাদের দেওয়া হয়েছে ৩৯ লক্ষ ৭৭ হাজার, ৪০৭টি ডোজ। দেশের বয়স্ক নাগরিকদের ৫৫ লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে। আর ৯ লক্ষেরও বেশি অসুস্থ মানুষ টিকা পেয়ছেন। 
 

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M