'ভারতে মুসলিমদের অধিকার কতটা?' আমেরিকান সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী

ভারত সরকার সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে এবং সমালোচকদের মুখ বন্ধ করে দেয়, এই সম্পর্কে মোদীকে প্রশ্ন করা হলে সরাসরি ‘সবকা সাথ সবকা বিকাশ’ প্রসঙ্গে চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। ওই সাংবাদিকের দ্বিতীয় প্রশ্ন আর শুনতেই চাননি তিনি। 

২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ উপলক্ষ্যে করতালিতে মুখর হয়ে উঠেছিল মার্কিন পার্লামেন্ট। ১৫ বার উঠে দাঁড়িয়ে মোদীর বক্তব্যের প্রশংসায় ফেটে পড়েছেন আমেরিকার মন্ত্রী আমলারা। বক্তব্যের শেষে তাঁর সঙ্গে সেলফি তোলা এবং তাঁর স্বাক্ষর সংগ্রহ করার জন্যেও উৎসাহীদের ভিড় জমতে দেখা গেছে হোয়াইট হাউজের ভিতরে। কিন্তু, তাল কাটল একজন মার্কিনি সাংবাদিকের বিব্রতকর প্রশ্নে। 'ভারতে মুসলিমদের অধিকার কতটা?' এই প্রশ্নের মুখোমুখি হতেই চরম অস্বস্তিতে পড়ে যেতে হল বিজেপি প্রধানকে। 

ভারত সরকার সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে এবং সমালোচকদের মুখ বন্ধ করে দেয়, এই সম্পর্কে নরেন্দ্র মোদীর বক্তব্য কী? আমেরিকার সংসদে সবার সামনে তাঁকে এই প্রশ্ন করা হলে চূড়ান্ত বিব্রত বোধ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এর জবাবে সরাসরি ‘সবকা সাথ সবকা বিকাশ’ প্রসঙ্গে চলে যান ভারতের প্রধানমন্ত্রী। দেখা যায়, ওই সাংবাদিকের দ্বিতীয় প্রশ্নটি আর শুনতেই চাননি তিনি। দ্বিতীয় প্রশ্নটি ছিল, 'ভারতে সংখ্যালঘুদের অধিকার উন্নয়ন এবং বাকস্বাধীনতা উন্নত করে তুলতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে?'। এই প্রশ্নের কোনও উত্তরই পাওয়া যায়নি দেশনেতার তরফ থেকে। 

উল্লেখ্য, ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে একেবারে নীরব ছিলেন না নরেন্দ্র মোদী। তিনি বলেন, "গণতন্ত্র ভারতের ডিএনএতে রয়েছে। ভারতের চেতনায়, তার রক্তে রয়েছে গণতন্ত্র। গণতান্ত্রিক ভারতীয় সরকার একটি গণতান্ত্রিক ভারতীয় সংবিধানের ওপর ভিত্তি করে কাজ করে। যদি মানবিক মূল্যবোধ না থাকে,  তাহলে কোথাও মানবতা নেই, মানবাধিকার নেই, গণতন্ত্র নেই।" ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয় এবং বাকস্বাধীনতা রোধ করা হয়, এই বিষয়টি একেবারেই অস্বীকার করে নরেন্দ্র মোদী বলেছেন, "ভারতীয় এবং আমেরিকান ডিএনএ-তে গণতন্ত্র রয়েছে। গণতন্ত্র আমাদের আত্মা। গণতন্ত্র আমাদের রক্তে মিশে আছে। আমরা গণতন্ত্র ভালোবাসি। আমাদের পূর্বপুরুষরা সংবিধানের শব্দে তা অনুবাদ করে গেছেন এবং সরকার গণতান্ত্রিক সংবিধানের ভিত্তিতে কাজ করে।” তিনি আরও বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্র নিয়েই সমস্ত দেশবাসীকে সমান চোখে দেখে। 

আরও পড়ুন- 
Panchayat Election 2023: কোন রাজ্য থেকে কত কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে? 
Vastu Tips: বাড়ির কোন দিকে টাকা রাখলে হু হু করে বৃদ্ধি পাবে আপনার সঞ্চয়?
Modi in US: ভরা সভায় করতালিতে মুখর মোদীর ভাষণ, আমেরিকার পার্লামেন্টে সেলফি তোলার ধুম

Latest Videos

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?