Modi in US: ভরা সভায় করতালিতে মুখর মোদীর ভাষণ, আমেরিকার পার্লামেন্টে সেলফি তোলার ধুম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল আমেরিকার পার্লামেন্টে। দেখে নিন মোদীর বক্তব্য-সভার কিছু মুহূর্তের ছবি।
| Published : Jun 23 2023, 09:27 AM IST
- FB
- TW
- Linkdin
‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি দিয়েই মার্কিন সভায় ভাষণ শুরু করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
তাঁর পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসায় ১৫ বার উঠে দাঁড়ালেন দেশের নেতা-মন্ত্রীরা।
মোদীর বক্তব্য চলাকালীন ৭৫ বার করতালিতে ফেটে পড়ল ভরাট সভাগৃহ।
তিনি বক্তব্য রাখার সময়েই চারিদিক থেকে উঠল ‘মোদী’ ‘মোদী’ জয়ধ্বনি।
বক্তব্যের শেষে নরেন্দ্র মোদীর কাছ থেকে সাগ্রহে অটোগ্রাফ চেয়ে নিলেন মার্কিন স্পিকার কেভিন ম্যাককার্থি।
দেশের তাবড় নেতা-মন্ত্রীরা সংগ্রহ করে রাখলেন ভারতের প্রধানমন্ত্রীর স্বাক্ষর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, 'এটা যুদ্ধের যুগ নয়, আলোচনা এবং কূটনীতির যুগ।
রক্তপাত ও মানুষের দুর্ভোগ রোধ করার জন্য আমাদের যা করতে হয়, সমস্তকিছু করতে হবে।'
ভাষণ শেষ হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তোলার জন্য ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আমেরিকা এবং ভারত, উভয় দেশের প্রাচীনতম গণতন্ত্রের কথা উল্লেখ করে মোদী দুই দেশের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন।
আরও পড়ুন-
Weather News: দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Titan Submarine: ১,৬০০ ফুট গভীরে টাইটান সাবমেরিন-এর ধ্বংসাবশেষ উদ্ধার, কোনও পর্যটক জীবিত না থাকার কথা নিশ্চিত
PM Modi US Visit: আমেরিকার সংসদে ‘মোদী মোদী’ রব, ২২ জুন বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী