সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে গুণে গুণে গোল গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটার থেকে শুরু করে ইউটিউব - সর্বত্রই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বনাম রাহুল গান্ধী - কে বেশি এগিয়ে? ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্নই বড় হয়ে উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত বিরোধী জোট ইন্ডিয়া রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেননি। কিন্তু তারপরেও রাহুল বনাম মোদী -এই লড়াই শুরু হয়েছে সর্বত্র। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে গুণে গুণে গোল গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটার থেকে শুরু করে ইউটিউব - সর্বত্রই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আসুন এক নজরে দেখেনি সোশ্যাল মিডিয়ায় রাহুল ও মোদী কে কোথায় দাঁড়িয়ে রয়েছেন-
টুইটার
পিএম মোদির টুইটার গত ১ মাসে আনুমানিক ৭৯.৯ লাক্ষ এনগেজমেন্ট পেয়েছে যেখানে রাহুল গান্ধীর টুইটার গত ১ মাসে প্রায় ২৩.৪৩ লাক্ষ এনগেজমেন্ট পেয়েছে।
পিএম মোদীর টুইটার গত তিন মাসে আনুমানি ২.৭৭ কোটি এনগেজমেন্ট পেয়েছে। সেখানে অনেক পিছিয়ে রাহুল গান্ধীর এনগেজমেন্ট সংখ্যা মাত্র ৫৪.২৩ লক্ষ।
ফেসবুক
প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক গত ১ মাসে প্রায় ৫৭.৩৮ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানে রাহুল গান্ধীর ফেসবুক এনগেজমেন্ট মাত্র ২৮.৩৮। গত দুই বছরে মোদীর ফেসবুক এনগেজমেন্ট ৩.২৫ কোটি। রাহুলের শুধুমাত্র এই বছর এনগেজমেন্ট হল ১.৮৮ কোটি।
ইউটিউব
প্রধানমমন্ত্রীর ইউটিউব চ্যানেল গত এক মাসে ২৫.৪৬ কোটি ভিউ পেয়েছে। সেখানে রাহুল গান্ধীর ভিউআরশিপ ৪.৮২ কোটি। পিএম মোদীর ইউটিউব চলতি বছর ৭৫.৭৯ কোটি ভিউ অর্জন করেছে। সেখানে রাহুলেন এক বছরে ভিউয়ারশিপ ২৫.৩৮ কোটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন। প্রতিটি অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে শুভেচ্ছা জানান। নিদের কর্মসূচিও ভাগ করে নেন দেশের মানুষের সঙ্গে। পাশাপাশি নিজের কোনও কথা বলার জন্যও সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। অন্যদিকে সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হচ্ছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়ায় নিয়ে সমালোচনা হলেও সেই সময় তাঁর সোশ্যাল মিডিয়া ছিল যথেষ্ট আকর্ষণীয়। তবে রাহুল সোশ্যাল মিডিয়া মূলত ব্যবহার করেন দেশের ক্ষমতাসীন দল বিজেপি , তার পরামর্শদাতা আরএসএস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার জন্য।
আরও পড়ুনঃ
ব়্যাগিং- এর নামে কী যৌন নির্যাতনের শিকার যাদবপুরের স্বপ্নদীপ? কেন বলেছিলেন আমি সমকামী নই
'ক্ষমতাসীন দল বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে', সাসপেনশন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ার অধীরের