Poonch: পুঞ্চে বায়ুসেনা কনভয়ে নির্বিচারে গুলি জঙ্গিদের, মৃত ১, জখম ৪

লোকসভা নির্বাচনের আবহে জম্মু ও কাশ্মীরে নতুন করে অশান্তি। পুঞ্চে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সতর্কতা বৃদ্ধি করেছেন নিরাপত্তারক্ষীরা।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় মৃত্যু হল ১ বায়ুসেনা কর্মীর। এই ঘটনায় অন্তত ৪ জন বায়ুসেনা কর্মী আহত হয়েছেন। জঙ্গিরা বায়ুসেনার কনভয়ে হামলা চালায়। ২টি গাড়ি ঘিরে ধরে নির্বিচারে গুলি চালাতে থাকে। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা পুঞ্চ জেলায় সুরানকোটের সানাই টপ ও মেন্ধারের গুরসাই অঞ্চলের মাঝামাঝি জায়গায় অবস্থিত শাশার জঙ্গলে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর এক মুখপাত্র ৪ বায়ুসেনা কর্মীর আহত হওয়ার খবর জানিয়েছেন। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও সব খবর এসে পৌঁছয়নি। বায়ুসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহসিতারের কাছে ভারতীয় বায়ুসেনার একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। স্থানীয় সেনাবাহিনীর জওয়ানরা ওই অঞ্চলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। কনভয় নিরাপদেই আছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বায়ুসেনা কর্মীদের

Latest Videos

বায়ুসেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘জঙ্গিরা গুলি চালানোর পর বায়ুসেনার লড়াকুরা পাল্টা গুলি চালান। গুলির লড়াইয়ে বায়ুসেনার ৫ জন কর্মী জখম হন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বায়ুসেনার ১ লড়াকু প্রাণ হারান। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় নিরাপত্তারক্ষীরা।’

জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি

স্থানীয় সূত্রে খবর, পুঞ্চে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনীর বিশেষ বিভাগ, ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস ও সেনাবাহিনীর অন্যান্য বিভাগের জওয়ানরা। মেন্ধার ও সুরানকোট অঞ্চলে জঙ্গিদের খোঁজে গত কয়েকদিন ধরেই চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন সেনা জওয়ানরা। এখানে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই তল্লাশি শুরু হয়। কিন্তু এরই মধ্যে জঙ্গি হামলায় প্রাণ হারালেন বায়ুসেনার কর্মী। ফলে সতর্কতা বাড়ানো হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Manipur: মণিপুরে ফের হিংসা, জঙ্গি হামলায় ২ আধাসেনা জওয়ানের মৃত্যু

জম্মু-কাশ্মীরে বড় জঙ্গি হামলা, বুলেটের শব্দে কেঁপে উঠল রাজৌরি, মৃত্যু কনস্টেবলের ভাইয়ের

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, পাক সেনার হাতে মৃত্যু চার হামলাকারীর

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly