প্রধানমন্ত্রী মোদীর সফরের সময়ও মাচ্ছু নদীতে থামেনি উদ্ধারকার, নিরপেক্ষ তদন্তের কথা বললেন তিনি

 

প্রধানমন্ত্রী মোদী এদিন মোরবি সফর করেন। যান দুর্ঘটনাস্থলও। কথা বলেন আহত আর নিহতদের পরিবারের সঙ্গে। সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Web Desk - ANB | Published : Nov 1, 2022 6:05 PM IST / Updated: Nov 02 2022, 12:23 AM IST

মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের মোরবি যান। এমনকি দুর্ঘটনাস্থল আর্থাৎ মাচ্ছু নদী সংলগ্ন এলাকাতেও যান। কিন্তু তাঁর সফরের কারণে এদিনও বন্ধ রাখা হয়নি উদ্ধারকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখান গিয়েছিলেন তখনও পেশ উদ্ধারকারীদের ছোট ছোট নৌকাগুলি মৃতদেহের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গুজরাট প্রশাসন সূত্রের খবর, মনে করা হচ্ছে নদীতে তলিয়ে যাওয়া কোনও দুর্ঘটনাগ্রস্ত মানুষই আর বেঁচে নেই। তাই দেহ উদ্ধারের চেষ্টাই করছে উদ্ধারকারী।

রবিবার সন্ধ্যায় মাচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয় । মৃতের তালিকায় প্রায় ৪০ জন শিশু ছিল। একটি ২ বছরের শিশুরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপুরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়। এদিন তিনি মোরবি সফর করেন।

Latest Videos

প্রধানমন্ত্রী মোদী মোরবি সিভিল হাসপাতালে যান। সেখানে তিমি আহতদের সঙ্গে দেখা করেন। হাসপাতালে ভর্তি আহত সঙ্গে কথা বলার সময় স্নেহের পরসও দেন। আহত মায়ের শিশুর সঙ্গে সাধারণ মানুষের মতই কথা বলেন তিনি। শিশুটির গায়ে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করেন।

অন্যদিকে এদিন মোরবিতেই প্রশাসনিক স্তরে একটি বৈঠক করেন। সেখানে তিনি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী ত্রাণ ও উদ্ধারকাজে জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও পরামর্শ দিয়েছেন। বলেছেন সময় নিয়ে সবদিক খতিয়ে দেখা জরুরি। যাতে এজাতীয় ভুল আর না হয়। তিনি বলেন আতহদের ও নিহতদের সঙ্গে যোগাযোগ রাখা আর তাদের সহযোগিতা করার কথাও বলেন।

প্রধানমন্ত্রী সেতু দুর্ঘটনার একটি সঠিক তদন্ত করার কথাও বলেছেন। দুর্ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখে তা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে সেখান থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ সাংঘভি, গুজরাট সরকারের মন্ত্রী শ্রী ব্রিজেশ মের্জা, গুজরাটের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, স্থানীয় কালেক্টর, এসপি, পুলিশের মহাপরিদর্শক, বিধায়ক ও সাংসদ এবং অন্যান্য কর্মকর্তারা।

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP