Swachhata Hi Seva: দেশ জুড়ে 'স্বচ্ছ ভারত' অভিযান, ১ অক্টোবর নরেন্দ্র মোদীর ডাকে ১ ঘণ্টার শ্রমদান কর্মসূচি

এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সমগ্র দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে তার আগের দিন, অর্থাৎ ১ অক্টোবর সারা ভারত জুড়ে ‘স্বচ্ছতা’-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সমগ্র দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন তিনি। 'এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে' - ‘মন কি বাত' অনুষ্ঠানের বক্তব্যে দেশবাসীকে এমনই বার্তা দিয়েছিলেন নমো। 

 


স্বচ্ছতা হি সেবা (এসএইচএস) পোর্টালে সংস্কৃতি মন্ত্রক এবং ৪৩টি সংস্থার অনুষ্ঠান দেখা যাবে। সংস্কৃতি মন্ত্রকের অধীন সবকটি ব্যুরো, ডিভিশন এবং সমস্ত সংস্থাকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। 

এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে এএসআই-এর অধীনে (রয়্যাল প্যালেস মান্ডু, মধ্যপ্রদেশ ও দিল্লির লালকেল্লা প্রভৃতি) বিভিন্ন কেন্দ্রীয় সৌধে ধ্বনি ও আলোর প্রদর্শনীর মাধ্যমে “স্বচ্ছতা হি সেবা” এবং “আবর্জনা মুক্ত ভারত” বার্তাকে তুলে ধরা হবে।  ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি রূপায়িত হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি