বন্দে ভারত ও ভারত গৌরব ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। দুটি ট্রেনের রেলে মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। চার দিনের সফরে দক্ষিণ ভারত সফরে রয়েছেন মোদী।
দুই দিনের সফরে দক্ষিণ ভারত গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিনেই তিনি দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। বেঙ্গালুরুর কেএসআর রেলস্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ ভোমানি ও পদস্থ আধিকারিকরা। ক্রান্তিবীর সাঙ্গোল্লি রায়না বা কেএসআর রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রী মাইসুরু-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এই দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এটি চেন্নাই শিল্পকেন্দ্র থেকে বেঙ্গালুরু প্রযুক্তি কেন্দ্র বা স্টার্ট-আপ হাব এই দুই শিল্পাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও দৃঢ়় করবে।
এদিন প্রধানমন্ত্রী বন্দে ভারতের এক্সপ্রেসের পর 'ভারত গৌরব' ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন। কর্নাটকের মুজরাই বিভাগ এই ট্রেনটি চালাবে। এটি কাশী উদ্দেশ্যে রওনা দেয়। সাউথ ইস্টার্ন রেলওয়ের মচে এটি কাশী ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের আশা আর স্বপ্ন পুরণ করবে। ভারত গৌরব প্রকল্পের অধীনে এটি প্রথম উদ্যোগ যার মাধ্যমে কর্নাটক সরকার আর রেল মন্ত্রক রাজ্যের তীর্থযাত্রীদের কাশী ভ্রমণ করতে পাঠাতে পারবে।
এছাড়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। যারমধ্যে রয়েছে, বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা নাদপ্রভু কেম্পগৌড়ার ১০৮ ফুটের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন। প্রধানমন্ত্রী ৫ হাজার কোটি টাকা ব্যায় বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিলান ২এর উদ্বোধন করবেন। এটিতে অত্যাধুনিক সমস্ত সুবিধে রয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিও রয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভাতেও ভাষণ দেবেন। কর্নাটক নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র পাঁচ মাস। তাই মোদীর এই দাক্ষিণাত্য সফর কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জনতা দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছিল। কিন্তু কিছুদিন পরেই বিজেপি সরকারের দখল নেয়। বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছিল। যাইহোক সেই সব অভিযোগ দূরে সরাতেই আগামী নির্বাচনে বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে ক্ষমতায় আসা জরুরি। শুধু কর্নাটক নয় এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্র প্রদেশ, তেলাঙ্গনা যাবেন। বিশাখাপত্তনমে ১০.৫০০ কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তেলাঙ্গনায় রামগুণ্ডামে আরএফসিএল প্ল্যান্ট পরিদর্শন করবেন। সেখানে ৯৫০০ কোটি টাকা মূল্যের রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের সফর মোদীর । রয়েছে ঠাসা কর্মসূচি।
আরও পড়ুনঃ
একপাল মাতাল হাতির কাহিনি, মহুয়া দিয়ে তৈরি দেশী মদ খেয়ে 'কুম্ভকর্ণের মত' ঘুম দিল
রাম সেতু মামলায় কেন্দ্রকে চার সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট, মার্কিন চ্যানেলে দাবি এটি মানুষের তৈরি
রাজ্য সরকারের নতুন উদ্যোগ 'বাংলার শাড়ি' , প্রতিটি জেলায় আউটলেট খুলতে নির্দেশ মমতার