রাম সেতু মামলায় কেন্দ্রকে চার সপ্তাহের সময় দিল সুপ্রিম কোর্ট, মার্কিন চ্যানেলে দাবি এটি মানুষের তৈরি

সুপ্রিম কোর্টে রাম সেতু মামলায় কেন্দ্রীয় সরকার চার সপ্তাহের সময় পেল। এই সেতু মানুষের তৈরি কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তারই মধ্যে সামনে এসেছে একটি বেসরকারি চ্যানেলের দাবি।

 

রাম সেতুর জন্য জাতীয় ঐতিহ্যের মর্যাদা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ সুব্রাহ্মন্যম স্বামী। সেই আবেদনের প্রতিক্রিয়া জানাতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহ অর্থাৎ প্রায় এক মাস সময় দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছে রাম সেতু মমলা।

প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রাম সেতু নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে প্রস্তুতি থাকলেও এটি এখনও সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন পায়নি। শুনানির সময়ে আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে মুলতবি চাওয়া হয়েছিল। অন্যদিকে সুব্রাহ্মণ্যম স্বামী পেশ করেছেন যে আদালতে ১৩ অক্টোবর কেন্দ্রকে পিটিশনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এখনও তা নিয়ে মামলা হয়নি। বেঞ্চ তখন কেন্দ্রকে উত্তর দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাইহোক কেন্দ্রের পক্ষ উপস্থিত আইনজীবী আদালতকে আদেশে দুই সপ্তাহ উল্লেখ নান করার জন্য অনুরোধ করেন। তারপরই আদালত আইনজীবীর কাছে জানতে চায় , 'আপনি পা টেনে আনছেন না কেন?'

Latest Videos

রাম সেতু যা অ্য়াডামস ব্রিট নামে পরিচিত তামিলনাড়ুর দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত পাম্বান দ্বীপ। যা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। রাম সেতুর মাধ্যমেই শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত মান্নার দ্বীপের মধ্যে প্রাকৃতিক চুনাপাথরের তৈরি একটি সেতু। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণে এই উল্লেখ রয়েচে। বলা হয়েছে ভগবান শ্রীরাম তাঁর বানর সেনা নেই এই সেতুটি তৈরি করেছিলেন। তাই এটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।

রাম সেতু প্রাকৃতিক না মানুষের তৈরি তা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিতর্ক রয়েছে। রাম সেতু মানুষের তৈরি কিনা তা জানতে বৈজ্ঞানিক প্রামাণের তত্ত্ব তল্লাশি চলছে। সম্প্রতি সায়েন্স চ্যানেলের একটি অনুষ্ঠানে রাম সেতুর বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখান হয়েছে। দক্ষিণ তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে এই সেতুটি ৭ হাজার বছর পুরনো। কিন্তু যে বালি রয়েছে সেতু সংলগ্ন এলাকায় সেই বালি মাত্র চার হাজার বছর পুরনো। তবে কিছু মানুষ বিশ্বাস করেন এই সেতুটি প্রায় ৫ হাজার বছর পুরনো। সেই ধরনের সেতু নির্মাণ করা একটি সেই সময় একটি অতিমাণবীয় কৃতিত্ব ছাড়াআর কিছুই নয়। ভিডিও প্রত্নতাত্ত্বিক চেলসি রোজ বলছেন, বালির ওপর পরের পাথরগুলি বালির আগেই বসানো হয়েছিল। তাই এই সেতুর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। ভূতাত্বিক অ্যালান লেস্টার বলেছেন, যে পাথরগুলি রয়েছে যা দূর থেকে আনা হয়েছে। সেই পথর দিয়েই একটি চেইন তৈরি করে সেতু নির্মাণ করা হয়েছে।

এর আগে ২০০৭ সালে কংগ্রেস নেতা কপিল সিব্বাল বলেছিলেন, এই সেতু যে মানুষ তৈরি করেছে এমনটা প্রমাণ করার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু মানুষেক বিশ্বাসকে সম্মান দেওয়া জরুরি।

আরও পডৃুনঃ

একপাল মাতাল হাতির কাহিনি, মহুয়া দিয়ে তৈরি দেশী মদ খেয়ে 'কুম্ভকর্ণের মত' ঘুম দিল

প্রয়াত শ্বশুরের আসনে প্রার্থী বৌমা, ডিম্পল যাদবকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে সমাজবাদী পার্টি

কাশীবিশ্বনাথের জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়,বেঞ্চ গঠন করে শুনানি আগামিকাল

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News