মোদীর বিদেশ সফরের খরচ শুনলে চোখ উঠবে কপালে, তিন বছরে ৩৮ বার বিদেশে ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী

Narendra Modi's foreign visit: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বিশ্বের একাধিক দেশ ভ্রমণ করেছেন। ভারতের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন বলে দাবি করে বিজেপি (BJP)। কিন্তু মোদীর বিদেশ সফর নিয়ে একাধিক বিতর্ক রয়েছে।

 

Saborni Mitra | Published : Mar 22, 2025 5:15 PM
112
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একাধিক দেশ ভ্রমণ করেছেন। ভারতের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন বলে দাবি করে বিজেপি। কিন্তু মোদীর বিদেশ সফর নিয়ে একাধিক বিতর্ক রয়েছে।

212
বিতর্কের বিদেশ সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে একাধিকবার কটাক্ষ করেছে বিরোধীরা। যার মধ্যে শীর্ষস্থানে রয়েছে কংগ্রেস।

312
বিদেশ সফর ইস্যু

বিদেশ সফর ইস্যুতে একাধিকবার সংসদে প্রশ্ন করেছে বিরোধী। কিন্তু এতদিন কোনও উত্তর দেয়নি কেন্দ্র। তবে এবার বিরোধীদের চাপে পড়ে মোদীর বিদেশ সফরের খরচ প্রসঙ্গে তথ্য দিয়েছে কেন্দ্র।

412
কেন্দ্রের তথ্য

সম্প্রতি বিরোধীদের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৮টি দেশ সফর হয়েছে।

512
বিদেশ ভ্রমণের খরচ

কেন্দ্রীয় সরকার সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে, তিন বছরে ৩৮টি দেশে ভ্রমণ করতে নরেন্দ্র মোদীর সরকার খরচ করেছে ২৫৮ কোটি টাকা। কেন্দ্র আরও জানিয়েছে, সবথেকে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে আমেরিকা সফরে।

612
বিরোধীদের প্রশ্ন

রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত তথ্য। তারই উত্তরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বিস্তারিত তথ্য জানান।

712
বেশি খরচ

কেন্দ্রীয় সরকার জানিয়েছে ২০২৩ সালের জুন মাসে আমেরিকা সফরের সময়ই সবথেকে বেশি টাকা খরচ হয়েছিল। সেই সময় খরচ হয়েছিল ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। জাপান সফরে খবর হয়েছিল ১৭ কোটি টাকা।

812
বিবিধ খরচ

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী মোদীর বিদেশ সফরে মিসলেনিয়াস বা বিবিধ খাতে খরচ হয়েছে ৭৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার ৭২৬ টাকা।

912
খরচ কোন খাতে

কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেব অনুযায়ী খরচ হয়েছে প্রধানমন্ত্রীর তারকাখচিত হোটেলে থাকা, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা খাতের পাশাপাশি কোনও কোনও জায়গায় অনুষ্ঠান করার জন্য হলভাড়াতেও।

1012
ট্যাক্সের টাকা খরচ

সব টাকা জুগিয়েছে কেন্দ্রীয় সরকারি কোষাগার। অর্থাৎ এই দেশের মানুষের করের টাকাই খরচ হয়েছে মোদীর বিদেশ সফরে।

1112
মোদীর থাকার খরচ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী মোদীর বিদেশ সফরে গিয়ে শুধুমাত্র থাকার জন্যই খরচ হয়েছে ১০০ কোটি ২২ লক্ষ ২২ হাজার ৭২৬ টাকা।

1212
সবথেকে কম খরচ

মোদীর বিদেশ সফরে সবথেকে কম খরচ হয়েছিল নেপাল সফরের সময়। নেপাল যাত্রায় খরচ মাত্র ৮০ লক্ষ টাকা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos