Praggnanandhaa News: রাজা-রানির দৌড়ে নরেন্দ্র মোদী, স্বয়ং প্রজ্ঞানন্দর সাথে গজবাজির ভেলকি

Published : Sep 01, 2023, 02:02 PM IST

সর্বকনিষ্ঠ দাবাড়ু গ্র্যান্ডমাস্টারের সঙ্গে একদান খেলতে বসলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। কথা বললেন বিশ্বচ্যাম্পিয়নের বাবা-মায়ের সঙ্গেও। 

PREV
14

একদিকে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ, আরেকদিকে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

24

হাতি-ঘোড়া-রাজা-রানির দৌড়ে দুই বিশ্বসমাদৃত ব্যক্তিত্বের মেলবন্ধন দেখল সোশ্যাল মিডিয়া। 

34

বিশ্বচ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দর বাবা রমেশবাবু এবং নাগলক্ষ্মীর সঙ্গেও কথা বললেন নরেন্দ্র মোদী। 

44

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখলেন, ‘এটা এমন একটা সাক্ষাৎ, যেটা আমি সবসময় লালন করব।’

click me!

Recommended Stories