মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হওয়ায় আবারও সপ্তাহ শেষে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা হয়েছে মধ্য ও দক্ষিণ অঞ্চলেও। বৃহস্পতিবার তেমনই জানিয়েছ আবহাওয়া দফতর।
শুষ্কতম অগাস্ট
মৌসম ভবন জানিয়েছে ১৯০১ সালের পর এটাই ছিল শুষ্কতম অগাস্ট মাস।
সেপ্টেম্বরে বৃষ্টি
আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বরে ৯১-১০৯ শতাংশের মধ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা যদি হয় তাহলে জুন - সেপ্টেম্বর মৌসুমী বৃষ্টিপাতের গ়় মৌসুমের জন্য স্বাভাবিকের থেকে খুব একটা কম হবে না বলেও আশা রয়েছে।
জুলাইয়ে অতিরিক্ত বৃষ্টি
জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। তারপরই অগাস্টে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু।
এলনিনোর প্রভাব
এল নিনোর অবস্থার কারণে ৬-১৭ অগাস্ট, ২১-২২ অগাস্ট ও ২৬-৩১ অহাস্ট পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। এলনিনোর প্রভাবেই অগাস্টে বৃষ্টিপাত কম হয়েছে। প্রশান্ত মহাসাগর ও প্রতিকূল ভারত মহাসাগরের ডাউপোল অবস্থা তৈরি হয়েছে।
৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি
হাওয়া অফিস জানিয়েছে এখনও পর্যন্ত ৩৫ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি কয়েছে। ১৯০১ সালের পর এটাই শুষ্কতম অগাস্টের রেকর্ড করেছে।
অগাস্টের বৃষ্টি
অগাস্টে ২৫৪.৯ মিলিমিটার বৃষ্টি হয়। কিন্তু এবার হয়েছে ১৬২.৭ মিলিমিটার।
তাপমাত্রা
উত্তর ভারতের কিছু এলাকা বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের উপরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, যেখানে স্বাভাবিক থেকে স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।
বাংলার আবহাওয়া
উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। যারজেরে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া. পূর্ব মেদিনীপুর ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুই বঙ্গের জন্য পূর্বাভাস
আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।