Weather News: শুষ্ক অগাস্ট মাস ১৯০১ সালের পর, সেপ্টেম্বরে আবারও ভারী বৃষ্টির পূর্ভাবাস

সেপ্টেম্বর মাসে আবারও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। মৌসম ভবন জানিয়েছে, ১৯০১ সালের পর এটাই ছিল সবথেকে শুষ্কতম অগাস্ট মাস।

 

Saborni Mitra | Published : Aug 31, 2023 5:50 PM IST
110
আবারও সক্রিয় মৌসুমী বায়ু

মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হওয়ায় আবারও সপ্তাহ শেষে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা হয়েছে মধ্য ও দক্ষিণ অঞ্চলেও। বৃহস্পতিবার তেমনই জানিয়েছ আবহাওয়া দফতর।

210
শুষ্কতম অগাস্ট

মৌসম ভবন জানিয়েছে ১৯০১ সালের পর এটাই ছিল শুষ্কতম অগাস্ট মাস।

310
সেপ্টেম্বরে বৃষ্টি

আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বরে ৯১-১০৯ শতাংশের মধ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা যদি হয় তাহলে জুন - সেপ্টেম্বর মৌসুমী বৃষ্টিপাতের গ়় মৌসুমের জন্য স্বাভাবিকের থেকে খুব একটা কম হবে না বলেও আশা রয়েছে।

410
জুলাইয়ে অতিরিক্ত বৃষ্টি

জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল। তারপরই অগাস্টে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু।

510
এলনিনোর প্রভাব

এল নিনোর অবস্থার কারণে ৬-১৭ অগাস্ট, ২১-২২ অগাস্ট ও ২৬-৩১ অহাস্ট পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। এলনিনোর প্রভাবেই অগাস্টে বৃষ্টিপাত কম হয়েছে। প্রশান্ত মহাসাগর ও প্রতিকূল ভারত মহাসাগরের ডাউপোল অবস্থা তৈরি হয়েছে।

610
৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি

হাওয়া অফিস জানিয়েছে এখনও পর্যন্ত ৩৫ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি কয়েছে। ১৯০১ সালের পর এটাই শুষ্কতম অগাস্টের রেকর্ড করেছে।

710
অগাস্টের বৃষ্টি

অগাস্টে ২৫৪.৯ মিলিমিটার বৃষ্টি হয়। কিন্তু এবার হয়েছে ১৬২.৭ মিলিমিটার।

810
তাপমাত্রা

উত্তর ভারতের কিছু এলাকা বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের উপরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, যেখানে স্বাভাবিক থেকে স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।

910
বাংলার আবহাওয়া

উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। যারজেরে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া. পূর্ব মেদিনীপুর ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
দুই বঙ্গের জন্য পূর্বাভাস

আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos