গুরু নানকের ওপর লেখা বইয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন নাকভি

 

  • গুরু নানক নিয়ে লেখা বইয়ের উদ্বোধন 
  • উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • উপস্থিত ছিলেন মুক্তার আব্বাস নাকভি 
     

Asianet News Bangla | Published : Nov 25, 2020 1:52 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার একটি শিখ ধর্মগুরু নানক দেবকে নিয়ে লেখা একটি বইয়ের উদ্বোধন করেন। এই বইতে নানক দেবের জীবন আর তাঁর আদর্শ ও কর্মজীবন গুরুত্ব পয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বইটির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তিনি আরও বলেছেন চণ্ডীগড়ের বাসিন্দা কৃপাল সিং এই বইটি রচনা করেছেন। 

সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি এই বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। চলতে বছর তাঁর ৫৫০ বছর  জন্ম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। আর সেই উপলক্ষ্যে আরও বেশ  কয়েকটি বই লেখা হয়েছে তাঁকে নিয়ে।  

Share this article
click me!