Modi on Trump: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন সোশ্যাল মিডিয়ায় সেই বার্তায় তুলে ধরলেন নমো।
মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
বুধবার ভোরে ট্রাম্পের একটি বার্তার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, ‘’ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার।'' অন্যদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে মোদীকে 'প্রিয় বন্ধু' বলে উল্লেখ করেছেন। এবং স্থগিত হওয়া বাণিজ্য আলোচনায় নতুন গতির ইঙ্গিত দিয়েছেন। এমনকি ওই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার ভালো বন্ধু বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
25
ট্রাম্পকে মোদীর বার্তা
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্ মোদী আরও লেখেন, "ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি আত্মবিশ্বাসী যে আমাদের বাণিজ্যিক আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের সীমাহীন সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। আমাদের বাণিজ্যিক প্রতিনিধি দলগুলো যত দ্রুত সম্ভব এই আলোচনা শেষ করার জন্য কাজ করে চলেছে।"
35
কেন এই কথা বললেন প্রধানমন্ত্রী?
জানা গিয়েছে, বুধবার ভোরে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে ভারতের সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে সুর নরমের পরই এই মন্তব্য প্রকাশ্যে এসেছে। নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে ট্রাম্প লিখেছেন যে, ‘’বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার কথা হতে পারে। এবং বাণিজ্য নিয়ে সফল আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ।''
তিনি আরও বলেন, ‘’আমি নিশ্চিত যে আমাদের উভয় দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে পৌঁছতে কোনও অসুবিধা হবে না।'' আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলেও আশা প্রকাশ করছেন।
55
ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী মোদী
শুধু তাই নয়, ট্রাম্পের এই মন্তব্য সামনে আসার পরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টের পাশাপাশি জাতীয় স্বার্থে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনায় তিনিও যে আগ্রহী সেই ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী।