- Home
- World News
- United States
- শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
শুল্ক সঙ্ঘাতে সুর নরম ট্রাম্পের! একাধিক দেশে পণ্য রফতানিতে লাগবে না কোনও টাকা
Donald Trump on Tariff: শুল্ক ইস্যুতে ফের সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হঠাৎ কেন সুর বদল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শুল্ক নিয়ে সুর বদল ট্রাম্পের
ভারতের সঙ্গে যখন শুল্কনীতি নিয়ে সঙ্ঘাত চরমে ঠিক তখনই শুল্ক ছাড় সংক্রান্ত বিষয়ে অন্য সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। শুল্ক ছাড় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। একাধিক পণ্যে রফতানির ক্ষেত্রে শুল্ক মকুব করার নির্দেশ দিয়েছে আমেরিকা।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
জানা গিয়েছে, শনিবারই শুল্ক ছাড় সংক্রান্ত নির্দেশ পত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে একাধিক পণ্য আমেরিকায় রফতানির ক্ষেত্রে শুল্কে ছাড় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে।
কোন কোন পণ্যের শুল্কে ছাড়
এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আমেরিকায় রফতানির ক্ষেত্রে সোনা, নিকেল, ওষুধ, গ্রাফাইট সহ একাধিক পণ্যে শুল্ক মকুব করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশ।
শুল্ক মকুব নিয়ে ট্রাম্পের পদক্ষেপ
জানা গিয়েছে, মোট ৪৫ রকম পণ্যের ওপর এই শুল্ক মকুবের আবেদন জানানো যাবে। এই সংক্রান্ত বিষয়েই শনিবার শুল্ক মকুব নির্দেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। তবে এই শুল্ক ছাড়ের ক্ষেত্রে কোন দেশ থেকে আমেরিকার প্রাপ্ত সুবিধা কত তা জেনেই শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন কোন দেশকে শুল্ক দিতে হবে না?
এই বিষয়ে আরও জানা গিয়েছে যে, জাপান সহ ইউরোপীয় ইউনিয়নের সহযোগী দেশগুলিকে শুল্ক দিতে হবে না। এছাড়াও এই শুল্ক ছাড়ের আওতায় পড়ছে আমেরিকার সঙ্গে পারস্পারিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলি।

