Modi seeks details: পুলিশবাসে হামলার ঘটনায় ক্ষুব্ধ মোদী, চাইলেন তদন্ত রিপোর্ট

কাশ্মীরের আইজি জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। হামলার পরই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বাসে হামলার (Srinagar terror attack) ঘটনার তদন্ত রিপোর্ট (Investigation Details) চেয়ে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর কার্যালয়(PMO) থেকে টুইট (Tweet) করে এই তথ্য জানানো হয়েছে। এই হামলার ঘটনায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী মোদী। পিএমও-র তরফ থেকে টুইট বার্তায় জানানো হয়েছে নিরাপত্তা কর্মীদের ওপর কীভাবে হামলা হল, তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে প্রধানমন্ত্রীকে। 

ইতিমধ্যে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ হামলার দায় স্বীকার করেছে। 'কাশ্মীর টাইগার্স' (Kashmir Tigers) নামে স্থানীয় এক জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। তারা আসলে জইশ-ই-মহম্মদের সংগঠনেরই কাশ্মীরের শাখা সংগঠন। কাশ্মীরের আইজি জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। হামলার পরই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও জঙ্গিদের খোঁজ মেলেনি। আইনের প্রাসঙ্গিক ধারায় পুলিশের পক্ষ থেকে এই হামলার বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Latest Videos

সোমবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের রাজধানী  শ্রীনগরের (Srinagar) উপকন্ঠে জেওয়ান (Zewan) এলাকায় নাইনথ ব্যাটেলিয়ানের পুলিশ বাসে অতর্কিত জঙ্গি হামলায় ২ জন পুলিশ কর্মী নিহত ও আরও ১২ জন পুলিশ কর্মী আহত হন। এএসআই গোলাম হাসান ও এসজিসিটি সফিক আলী আহত অবস্থায় মারা যান। আইজিপি কাশ্মীর বিজয় কুমার নিহত দুই পুলিশ কর্মী শ্রদ্ধা জানান। 

এদিকে, হামলার মুখে পড়া, পুলিশ সদস্যদের বহনকারী বাসটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন সম্ভবত আরও একটি পুলওয়ামা ধাঁচের হামলা (Pulwama Attack) চালাতে চেয়েছিল জঙ্গিরা।

এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, এদিন সন্ধ্যায় ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ বা আইআরপি (Indian Reserve Police)-এর নবম ব্যাটালিয়নের ২৫ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল ওই বাসটি। জেওয়ানের পান্থ চক (Pantha Chawk) এলাকায়, পান্থ চক-খোনমোহ সড়কের উপর আচমকা ২ থেকে ৩ জন সন্ত্রাসবাদী বাসটির উপর হামলা চালায়। বাসটি লক্ষ্য করে তারা নির্বিচারে গুলি চালায়। বাসের জানলা কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ১৪ জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জন পরে শহিদ হয়েছেন। বাকি ১২ জন এখন বিপদমুক্ত।

এদিকে, কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্ণর মনোজ সিনহা হামলার নিন্দা করেন। শহিদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামলার নিন্দা করেছেন তিনি। মনোজ সিনহা জানান, এই জঙ্গি হামলার অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে। আহতদের সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today