ভোটমুখি বিহারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস

Published : Sep 15, 2025, 06:12 PM IST

PM Modi On Bihar: বিহারে ভোটের মুখে সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে একগুচ্ছ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কী উপহার দিলেন বিহারবাসীকে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
বিহারে কল্পতরু প্রধানমন্ত্রী

উৎসবের মরশুম শেষেই বিহারে ভোট। আর ভোটের আগে বিহারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিশ কুমারের রাজ্যের উন্নয়নে হাত খুলে দিলেন প্রধানমন্ত্রী। সোমবার বিহারে গিয়ে ৩৬ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। 

25
একগুচ্ছ প্রকল্পের সূচনা

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পূর্ণিয়া জেলায় প্রায় ৩৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন।

প্রধানমন্ত্রী পূর্ণিয়া বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করেন, যা এই অঞ্চলের যাত্রী পরিষেবা উন্নত করবে।

নরেন্দ্র মোদী পূর্ণিয়া-কলকাতা রুটের প্রথম উড়ানেরও সূচনা করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন।

35
তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

নরেন্দ্র মোদী ভাগলপুরের পিরপৈন্তিতে প্রায় ২৫,০০০ কোটি টাকা ব্যয়ে ৩x৮০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি রাজ্যের বৃহত্তম বেসরকারি বিনিয়োগ। এই প্রকল্পটি আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল, নিম্ন-নির্গমন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি বিহারের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এবং রাজ্যের শক্তি সুরক্ষা জোরদার করবে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, ‘’২৬৮০ কোটি টাকার বেশি ব্যয়ে কোসি-মেচি আন্তঃরাজ্য নদী সংযোগ প্রকল্পের প্রথম পর্যায়ের শিলান্যাস করা হয়েছে।'' 

45
ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্নির্মাণ

আরও জানা গিয়েছে যে, এই প্রকল্পের মাধ্যমে একটি খাল আধুনিকীকরণ করা হবে। এর মধ্যে পলি অপসারণ, ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্নির্মাণ, এবং সেটিং বেসিন সংস্কারের কাজ করা হবে। এছাড়াও, খালের জলধারণ ক্ষমতা ১৫,০০০ কিউসেক থেকে বাড়িয়ে ২০,০০০ কিউসেক করা হবে।

55
বিহারে রেল প্রকল্পের উদ্বোধন

প্রকল্পটি উত্তর-পূর্ব বিহারের একাধিক জেলার সেচ সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি স্থিতিস্থাপকতা থেকে উপকৃত হবে। প্রধানমন্ত্রী এদিন বিহারে রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং একাধিক ট্রেনের যাত্রার সূচনা করেছেন। 

Read more Photos on
click me!

Recommended Stories