বিহারে চলছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর তাতে কোনও কারচুপি বা বেআইনি কারবার ধরা পড়লে বাতিল করে দেওয়া হবে গোটা পদ্ধতিটাই। সোমবার এই কথা স্পষ্ট করে জানাল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় সারা দেশের জন্যই কার্যকর হবে।
25
কী বলল শীর্ষ আদালত
এই বিষয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, বিহারে এসআইআর নিয়ে কোনও কারচুপি ধরা পড়লে তা বাতিল হয়ে যাবে সম্পূর্ণ ভাবে। এবং এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেবে তা সারা দেশের জন্য কার্যকর করা হবে।
35
কবে মামলার পরবর্তী শুনানি?
এসআইআর নিয়ে চূড়ান্ত রায় জানাতে ১ অক্টোবরের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টকে। যা নিয়ে আবেদন জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী। তবে সেই সময় দশেরার জন্য আদালত বন্ধ থাকায় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ অক্টোবর। সেই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কোনও রকম সমস্যা হবে না। তবে ভোটার তালিকায় কোনও রকম বেআইনি কিছু ধরা পড়লেই তা সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। সোমবার এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
জানা গিয়েছে, বিহারের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এই বিষয়ে স্পষ্ট জানায়, আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড।
55
আধার কতটা আইনের পরিপন্থী?
SIR ইস্যুতে আধার বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল যে, আধার কখনই নাগরিকত্বের পরিচয় বহন করে না। এটি কেবলমাত্র পরিচয় পত্র। বিদেশি নাগরিকদের কাছেও আধার কার্ড থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।