প্রধানমন্ত্রীকে দেখতে বাঁশের টাওয়ারের মাথায় একদল যুবক। তাঁদের দেখতে পেয়ে পবন কল্যাণের ভাষণ থামিয়ে দেন নরেন্দ্র মোদী। এরপর মোদী বলেন, 'ওখানে বিদ্যুতের তার রয়েছে, কী করছো তোমরা ওখানে?'
নির্বাচনী প্রচারেই অন্ধ্র প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার মাঝে মারাত্মক কাণ্ড ঘটাল কয়েকজন যুবক। সোজা চড়ে বসল বাঁশের তৈরি টাওয়ারে। তাঁদের দেখতে পেয়ে পবন কল্যাণের ভাষণ থামিয়ে দেন নরেন্দ্র মোদী। এরপর মোদী বলেন, 'ওখানে বিদ্যুতের তার রয়েছে, কী করছো তোমরা ওখানে?''আমাদের কাছে তোমাদের জীবন দামী, দয়া করে নেমে আসো।' এরপর পুলিশ কর্তাদের বলেন পরিস্তিতি স্বাভাবিক করতে।