Amrit Bharat Railway Station: বৃহস্পতিবার অমৃত ভারত প্রকল্পের অধীনে থাকা রেল স্টেশনগুলির ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন স্টেশনের জন্য কতটাকা খরচ হচ্ছে? দেখুন ফটো গ্যালারিতে…
প্রধানমন্ত্রী মোদী মধ্যপ্রদেশের ৬টি অমৃত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে। রামরাজার থিম থেকে শুরু করে জঙ্গল বইয়ের অনন্য চিত্রকর্ম, এই স্টেশনগুলি যাত্রীদের এক অজানা অভিজ্ঞতা তুলে ধরবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অমৃত ভারত স্টেশন যোজনা ভারতের নতুন গতিকে প্রতিফলিত করে।”
310
ভোপালে তৈরি হবে বন্দে ভারত এবং মেট্রো
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, ভোপালে বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরি হবে। ফলে দেশের এই রাজ্যের রেলযাত্রার মান উন্নয়নে খুলে যাচ্ছে নতুন দিগন্ত।
বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে অমৃত ভারত প্রকল্পের অধীনে থাকা রেল স্টেশনগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi News)। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে তৈরি হচ্ছে ১০৩টি রেল স্টেশনের ভোল বদলের কাজ।
510
শাজাপুর স্টেশন – শিল্প ও সংস্কৃতি
সরকারি সূত্রে খবর, দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৬টি জেলায় ১০৩টি রেল স্টেশন নবনির্মাণ ও সংস্কার করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। রয়েছে মধ্যপ্রদেশের শাজাপুর স্টেশন। শিল্প ও সংস্কৃতি দিয়ে যাত্রীদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে এই রেল স্টেশন। এর জন্য কেন্দ্রের খরচ হচ্ছে প্রায় ১৩ কোটি টাকা।
610
ওরছা স্টেশন – রামরাজা থিম
এই অমৃতভারত রেলস্টেশগুলির ভার্চুয়াল উদ্বোধন করতে এসে মোদী জানান , এই প্রকল্পের ফলে ভোল বদলে যাবে ওরছা স্টেশন। এটি রামরাজা থিমের উপর নির্ভর করে কাজ করা হচ্ছে। এর জন্য কেন্দ্রের খরচ হচ্ছে প্রায় ৬.৫ কোটি টাকা।
710
কাটনি সাউথ – মহারাणा প্রতাপের প্রেরণা
অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে মধ্যপ্রদেশের কাটনি সাউথ রেল স্টেশনকে। এই স্টেশনকে যাত্রীদের কাছে মহারাজা প্রতাপের অনুপ্রেরণার দিকগুলি তুলে ধরবে। নতুন করে সাজাতে এই স্টেশনের জন্য নরেন্দ্র মোদী সরকারের খরচ হচ্ছে প্রায় ১২.৮৮ কোটি টাকা।
810
সিওনি – জঙ্গল বই এবং পেঞ্চ থিম
এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল সিওনি। এই স্টেশনকেও ভালো করে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে সংস্কারের কাজ করা হচ্ছে। এই স্টেশনের দেওয়ালে-দেওয়ালে ফুটে উঠবে জঙ্গল বই এবং পেঞ্চ থিম। যা যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। এর জন্য ব্যয় হচ্ছে ১৪.৪৬ কোটি টাকা।
910
শ্রীধাম
মোদীর হাত ধরে বদলে যাচ্ছে শ্রীধাম স্টেশনের ভোল। শঙ্করাচার্য ও লোককলার আদলে তৈরি হবে এই স্টেশন। এর জন্য কেন্দ্রের তরফে খরচ হবে প্রায় ২৪ কোটি। কারণ, এই স্টেশনে ফুটে উঠবে মধ্যপ্রদেশের লোককলা এবং সংস্কৃতি।
1010
নর্মদাপুরম – নর্মদা থিম
নর্মদা থিমের আদলে অমৃত ভারত প্রকল্পে তৈরি হচ্ছে নর্মদাপুরম রেল স্টেশন। নবনির্মিত এই স্টেশনের জন্য কেন্দ্রের ব্যয় হচ্ছে ২৬ কোটি টাকা। কারণ, এই স্টেশনে ফুটিয়ে তোলা হবে মা নর্মদার প্রতিচ্ছবি।