আগামী ৩০ নভেম্বর বারাণসী সফরে প্রধানমন্ত্রী, দেশবাসীকে নতুন উপহার দিতে চলেছেন মোদী

  • ফের বারাণসী সফরে প্রধানমন্ত্রী
  • দেশবাসীকে উপহার দেবেন নতুন সড়ক
  • এছাড়াও অন্যান্য কর্মসূচি রয়েছে মোদির
  • ৬ লেনের জাতীয় সড়ক উদ্বোধন করবেন মোদি

Asianet News Bangla | Published : Nov 28, 2020 4:54 PM IST / Updated: Nov 29 2020, 12:02 AM IST

ফের যোগী রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ৩০ নভেম্বর বারাণসীতে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি, বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বারাণসীতে ১৯ নম্বর জাতীয় সড়কে ৬ লেনের রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৯ নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজ-বারাণসী বিভাগে ৬ লেনের জাতীয় সড়ক দেশবাসীকে উপহার দেবেন। এই জাতীয় সড়ক উদ্বোধনের ফলে বারাণসী-প্রয়াগরাজের সময়ের ব্যবধান অনেকটাই কমে যাবে। মাত্র এক ঘণ্টায় পৌঁছানো যাবে এই রাস্তায়।

আরও পড়ুন-শতবর্ষ পার বৃদ্ধার শেষযাত্রায় দেদার বাজনা, নাতিদের কীর্তি দেখে হতবাক সকলেই

এছাড়াও, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বারাণসীতে দেব দিপাবলীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আবার কাশী বিশ্বনাথ মন্দিরে নির্মীয়মাণ করিডর নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন তিনি। এছাড়াও, সারনাথ প্রত্নতাত্ত্বিক সাইট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে লাইট এন্ড সাউন্ড পরিদর্শনে অংষশ নেবেন।

আরও পড়ুন-'কিষেণজি-র অনুমতি নিয়ে জঙ্গলমহলে মিছিল করত শুভেন্দু', বিস্ফোরক বয়ান বিশিষ্ট লেখক মানিক ফকিরের

বারাণসীতে দেব দীপাবলির অনুষ্ঠান বিশ্ব বিখ্যাত। কার্তিক মাসের প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলির অনুষ্ঠান হয়। বারাণসীর রাজঘরে নিজের হাতে প্রদীপ জ্বালাবেন প্রধানমন্ত্রী। এছাড়াও, এদিন গঙ্গার দুই পাড়ে ১১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বোলন অনুষ্ঠানে অংষ নেবেন।


 

Share this article
click me!