রবিবার প্রথম ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলবেন সুবিধেভোগীদের সঙ্গে

রবিবার ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন রাজ্যের প্রথম ডেন্টাল কলেজের। এছাড়াও রয়েছে আরও কর্মসূচি।

 

 

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ উদ্বোধন করবেন। এই দিন তিনি ত্রিপুরা সফর করবেন বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন মানিক সাহা বলেন, ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আইজিএম হাসপাতালের নতুন ভবনে একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে। সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Latest Videos

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরের বাকি কর্মসূচি সম্পর্কেও জানিয়েছেন মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা আসবেন, একটি সমাবেশে ভাষণ দেবেন। আর কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এ সুবিধেভোগীদের সঙ্গেই মোদী কথা বলবেন। এই সফরের সময়ও প্রধানমন্ত্রী ডেন্টাল কলেজ উদ্বোধন করবেন।

মানিক সাহা জানিয়েছেন, একটি ডিসিআই দল গত ১২ ও ১৩ ডিসেম্বর ডেন্টাল কলেজের জন্য প্রস্তাবিক ভবন পরিদর্শন করেছে। তারা প্রস্তাবিত ভবনের পরিকাঠামো দেখে প্রশংসা করেছে। তিনি আরও জানিয়েছেন ডেন্টাল কলেজ স্থাপনের প্রস্তাবটি বৃহস্পতিবার ডিসিআই এর কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্বেই রয়েছে স্বাস্থ্য দফতর। তিনি বলেছেন, ডেন্টাল কলেজে প্রথমে ৫০টি আসন থাকবে। এটি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করবে। তিনি আরও জানিয়েছেন ৫০টি আসনের মধ্যে ১৫টি আসন কেন্দ্রীয় ছাত্রদের , ৭-৮টি আসন উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য আর বাকি আসন ত্রিপুরার পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে।

তিনি আরও বলেছেন ডেন্টাল কলেজ স্থাপনের মধ্যে দিয়ে রাজ্যের একটি স্বপ্নপুরণ হল। চার বছরের মধ্যে এখানে বিডিএস ভর্তি NEET এর ভিত্তিতে করা হবে এবং পরে এটি ধীরে ধীরে আপগ্রেড করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপনের অনুমতি দেওয়ার তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ধন্যবাদ জানিয়েছেন।

আগামী বছর প্রথম দিকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান এই রাজ্যে ত্রমুখী লড়াই হবে। কারণ বিজেপির সঙ্গে বিরোধী দল বামদের লড়াই হবে। পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসও রয়েছে লড়াইয়ের ময়দানে। প্রত্যেকটি রাজনৈতিক দলই ঘর গোছাতে ব্যস্ত। 

আরও পড়ুনঃ

'গোটা বিশ্ব দেখছে পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর', হিনা রব্বানির মন্তব্যের উত্তরে কড়া প্রতিক্রিয়া ভারতের

কম্বল-কাণ্ডে শুভেন্দু মামলা খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্য দ্বারস্থ কলকাতা হাইকোর্টের

দিল্লিতে অ্যাসিড হামলায় গ্রেফতার তিন, প্রয়োজনীয় পদক্ষেপ করতে আর্জি রাসায়নিক ব্যবসায়ীদের

 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর