Power Bank: বিমান ভ্রমণের সময় ব্যাগে এই জিনিস থাকলেই বাতিল হতে পারে আপনার যাত্রা, কী করবেন জানুন

Power Bank Bans: বহু শখ করে বিমানে উঠেছেন। সবকিছুর ঝামেলা মেটানোর পর একটু সিটে হেলান দিয়ে ফোন দেখবেন ভাবছেন কিন্তু যদি ফোনে চার্জই না থাকে তাহলে কী করবেন? তার উপর যদি বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা নিষিদ্ধ থাকে তাহলে কীভাবে ফোন চার্জ রাখবেন জানুন…

Moumita Poddar | Published : Mar 31, 2025 4:22 PM
18
বিমান ভ্রমণে নিষিদ্ধ হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক!

অনেকেই দেশ বিদেশে ঘুরতে বা কাজের প্রয়োজনে যাওয়ার জন্য বিমান যাত্রা বেছে নিতে বেশি পছন্দ করেন। কারণ বিমানে ভ্রমণ করা যেমন সময় বাঁচায় তেমনই কম্ফোর্টেবল। কিন্তু বেশির ভাগ বিমানবন্দরের ইন-লাইন ব্যাগেজ ব্যবস্থায় পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাওয়া যায় না। 

28
পাওয়ার ব্যাঙ্ক থাকলেই ব্যাগ বতিল

ডোমেস্টিক বা এক্সটার্নাল উড়ানের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু হওয়ায়, যাত্রীরা চেক-ইন কাউন্টারে গিয়ে নিজেদের বড় ব্যাগ জমা দেন। কিন্তু, মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেটি স্বয়ংক্রিয় নজরদারিতে ধরা পড়লে বাতিল হয়ে যায়। 

38
বিমানে কোন কোন জিনিস রাখা নিষিদ্ধ

বিমানের চেক-ইন ব্যাগেজে পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল চার্জার, লাইটার এবং লাইটারের জ্বালানি রাখা নিষিদ্ধ। দেশ-বিদেশের সব বিমানবন্দরের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। 

48
বিমানে কেন নিষিদ্ধ পাওয়ার ব্যাঙ্ক

পাওয়ার ব্যাঙ্কে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি সহজে গরম হয়ে যায় এবং বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই, বিমানের ভিতরে চেক-ইন ব্যাগেজে এগুলো রাখা যায় না। বা নিষেধ করা হয়। 

58
পাওয়ার ব্যাঙ্ক থেকে বিস্ফোরণ!

বেশিরভাগ পাওয়ার ব্যাংক লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করে, যা চার্জ করার সময় বা অতিরিক্ত গরম হওয়ার কারণে বিস্ফোরিত হতে পারে। সেই কারণে বিমান যাত্রায় সময় বিমানে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে উঠতে বাধা দেওয়া হয়। 

68
শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ!

ব্যাটারির অভ্যন্তরীণ শর্ট সার্কিটের কারণেও পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হতে পারে। এরফলে দুর্ঘটনার কবলে পড়তে পারে বিমান ও বিমান যাত্রীরা। তাই আগাম সতর্কতা হিসেবে বিমান ভ্রমণে বারণ করা হয় পাওয়ার ব্যাহ্ক নিয়ে উঠতে। 

78
পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে নেওয়ার সময় সতর্কতা

পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা ১০০ ডব্লিউএইচ (ওয়াট প্রতি ঘণ্টা) হওয়া উচিত। এমন দুটি পাওয়ার ব্যাঙ্ক নেওয়া যেতে পারে। সুতরাং বিমানে চড়ার সময় আগে আপনার পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা যাচাই করুন। 

88
নিষেধাজ্ঞা

যদি পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা ১০০-১৬০ ডব্লিউএইচ হয়, তাহলে পরিবহণ সংস্থার অনুমতি নিতে হবে। তবে ১৬০ ডব্লিউএইচ-এর বেশি ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক বিমানযাত্রায় নেওয়া যাবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos