BJP: বিজেপির নতুন সভাপতির নাম চূড়ান্ত নাগপুরে মোদী-ভাগবত বৈঠকে? ঘোষণা রাম নবমীর পরে

BJP: বিজেপি সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ সেখানেই জেপি নাড্ডার উত্তরসুরীর নাম নিয়ে আলোচনা হয়েছে।

 

Saborni Mitra | Published : Mar 31, 2025 2:51 PM
110
বিজেপির সর্বভারতীয় সভাপতি

বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পরে রাম নবমীর পরই। কারণ সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে।

210
নাগপুরের বৈঠকেই নাম চূড়ান্ত!

বিজেপি সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগপুর সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ সেখানেই জেপি নাড্ডার উত্তরসুরীর নাম নিয়ে আলোচনা হয়েছে।

310
মোদীর নাগপুর সফর

রবিবার নরেন্দ্র মোদী নাগপুর সফর করেছিলেন। এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম আরএসএস মূল কার্যালয় সফর।

410
৯ বছর পরে নাগপুর সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৯ বছর পরে নাগপুর সফর করেন। শেষবার নাগপুরে আরএসএস-এর কার্যালয়ে গিয়েছিল গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন।

510
নাম নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবতের আলোচনা জটেই আটকে ছিল বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম। বিজেপি সূত্রের খবর জেপি নাড্ডার উত্তরসুরীর নাম নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

610
মুখে কুলুপ

বিজেপি সূত্র বলছে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুই সংগঠনই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও ইঙ্গিত দেননি। অন্যদিকে মোহন ভাগবতও চুপ রয়েছেন।

710
রাম নবমীর পর ঘোষণা

বিজেপি সূত্রের খবর রাম নবমী নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে বিজেপির সব নেতা ও কর্মীরা। আর সেই কারণেই নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে রাম নবমীর পরেই।

810
মোদী - ভাগবত সম্পর্ক

বিজেপি ও আরএসএস সূত্রের খবর, নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের সম্পর্ক খুব একটা মধুর নয়। অনেক ক্ষেত্রেই নাগপুরকে বাইরে রেখেই সিদ্ধান্ত নেয় মোদী-শাহ। তা পছন্দ নয় আরএসএস নেতাদের। তাই নিয়ে দুই তরফেই টানাপোড়েন রয়েছে। সেই জটেই এতদিন আটকে রয়েছে বিজেপির নতুন সভাপতি নির্বাচন।

910
বরফ গলেছে

বিজেপির একটি সূত্র বলছে নরেন্দ্র মোদীর নাগপুর সফরে সেই বরফ গলেছে সংঘ নেতাদের। পাশাপাশি সামনাসামনি বিজেপির সভাপতির নাম নিয়েও আলোচনা হয়েছে। তাই খুব তাড়াতাড়ি জানাযাবে আগামী ৩ বছর কার হাত থাকবে বিজেপির রাশ।

1010
মোদী-শাহ জুটি

বর্তমানে দিল্লিতে শেষ কথা মোদী-শাহ জুটি। তাঁদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বিজেপি সূত্রের খবর দুই নেতার এই রবরবা সংঘের অস্বস্তির কারণ। তাই সংঘের পক্ষ থেকে এমন কাউকে সভাপতি হিসেবে চাওয়া হচ্ছে যার রাশ থাকবে সংঘের হাতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos