অবস্থার কোনও পরিবর্তন নেই, এখনও সেনা হাসপাতালে গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

  • একইরকম আছেন প্রণব মুখোপাধ্যায়
  • কোনও পরিবর্তন হয়নি শারীরিক অবস্থায়
  • সেনা হাসপাতালের তরফে বিবৃতি দেওয়া হল
  • এখনও কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি

Asianet News Bangla | Published : Aug 22, 2020 9:06 AM IST / Updated: Aug 22 2020, 02:41 PM IST

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।একইরকম আছেন তিনি। গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। শনিবার সকালে মেডিক্যাল বুলেটিনে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানান হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি  'হিমোডায়নামিক্যালি স্থিতিশীল' আছেন। তবে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। শনিবার সকালে সেনা হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়, "প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শ্বাসপ্রশ্বাস জনিত সংক্রমণের চিকিৎসা চলছে। প্রণব মুখোপাধ্যায়ের  শারীরিক অবস্থা এমনিতে স্থিতিশীল আছে। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।"

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়ে দেশে একদিনে নমুনা পরীক্ষা ১০ লক্ষের বেশি, মৃতের সংখ্যা এবার ৫৫ হাজার ছাড়াল

গত ১০ আগস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। বাড়ির শৌচালয়ে পড়ে যাওয়ার পরে তাঁকে চিকিৎসা করাতে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পরীক্ষা করাতে এসে তাঁর শরীরে করোনা সংক্রমণেও ধরা পড়ে। সেই খব নিজেই ট্যুইট করে জানান ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। এদিকে পড়ে যাওয়ার কারণে সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকেই গভীর কোমায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। 

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছে দেশবাসী। তাঁর আরোগ্য কামনা করছেন নেটিজেনরা। ঘরের ছেলের সুস্থতা কামনায় প্রণব মুখোপাধ্যায়ের দেশের বাড়িতেও চলছে পুজো, যজ্ঞ। এরমধ্যেই গত বুধবার প্রণববাবুর ছেলে অভিজিত মুখোপাধ্যায় বাবার শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করেছিলেন। ট্যুইটে করে তিনি জানিয়েছিলেন, 'আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। ওঁর শারীরিক অবস্থাও (ভাইটাল প্যারামিটার্স) নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে আবেদন করব সবাইকে।'

আরও পড়ুন: বেজিংকে ফের কষাঘাত দিল্লির, চিনা সংস্থাকে আটকাতে ৪৪ টি বন্দে ভারত ট্রেনের টেন্ডার বাতিল

এরপরেই অবশ্য  সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, ফের প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।  ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তবে বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এরপরে শুক্রবার সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হয়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। শনিবারও হাসপাতালের তরফে জানানো হল, সঙ্কট কাটলেও, এখনও কোমাচ্ছন্ন অবস্থাতেই আছেন তিনি। 

Share this article
click me!