মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের আগে আরও ২ হাইপ্রোফাইল মন্ত্রীর পদত্যাগ, ১২ মন্ত্রীর ইস্তফা

Published : Jul 07, 2021, 06:28 PM IST
মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের আগে আরও ২ হাইপ্রোফাইল মন্ত্রীর পদত্যাগ, ১২ মন্ত্রীর ইস্তফা

সংক্ষিপ্ত

মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণ  পদত্যাগ ১২ কেন্দ্রীয় মন্ত্রীর  তালিকায় ৪ হাইপ্রোফাইল মন্ত্রী  শপথ নেবেন ৪৩ জন 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তেমনই জানান হয়েছে রাষ্ট্রপতি ভাবন সূত্রে। মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই পদত্যাগ করেছেন আরও দুই হাইপ্রোফাইল মন্ত্রী  প্রকাশ জাভড়েকর আর রবিশঙ্কর প্রসাদ। রবিশঙ্কর প্রসাদ আইন মন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন। অন্যদিকে পরিবেশ মন্ত্রকের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবেই দায়িত্বভার সামলেছিলেন প্রকাশ জাভড়েকর। 

আগেই অবশ্য শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব ছেড়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল আর শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। তরপরেই স্বাস্থ্য মন্ত্রকের পজ থেকে ইস্তফা দিয়েছিলেন হর্ষ বর্ধন। এছাড়াও পদত্যাগ করেছেন সদানন্দ গৌড়, থোয়ারচাঁদ গেহলট, বাবুল সুপ্রিয়, সঞ্জয় ধোত্রে, রতনলাল কাটিরিয়া, প্রতার চন্দ্র সরঙ্গি, দেবশ্রী চৌধুরী।  তবে এখনও পর্যন্ত চারটি হাইপ্রোফাইল মন্ত্রক- বিদেশ, স্বারাষ্ট্র, অর্থ, আর প্রতিরক্ষা মন্ত্রকের কোনও পরিবর্তন করা হয়নি বলেই সূত্রের খবর।

সূত্রের খবর এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন ৪৩ জন মন্ত্রী। তাঁদের মদ্যে ২৫ জনই নতুন মুখ। ৫ জনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। বাকিরা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। আগের সাত জন রাষ্ট্রমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। ১১ মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তারপরের বছরই সাধারণ নির্বাচন। মহামারিকালে কিছুটা হলেও সমালোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্র নতুন করে গুটি সাজিয়ে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। তেমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে যেসব হাইপ্রোফাইল মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাঁদের সংগঠনের কাজে নিয়োগ করা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দলের শীর্ষ নেতৃত্ব। শুধুমাত্র  পদত্যাকারী মন্ত্রীদের মধ্যে  থোয়ারচাঁদ গেহলটকেই কর্নাটকের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল