এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যান্সেল বোতাম শুধুমাত্র লেনদেন সংক্রান্ত কম্যান্ড বাতিল করার জন্য ব্যবহার করা হয়। এটি হ্যাকিং বা কার্ড স্কিমিং-র মতো জালিয়াতি রোধ করতে পারে না। তাই যদি মনে করেন টাকা তোলার পর দুবার ক্যান্সেল করলে আপনার এটিএম একেবারে সুরক্ষিত তবে এটি ভুল ধারণা।