১৮ নভেম্বর থেকে তামিলনাড়ুতে স্কুল বন্ধের নির্দেশ, কবে থেকে ফের খুলবে স্কুল?

Published : Nov 17, 2025, 09:42 PM IST

School Holidays News: নভেম্বর মাস মানেই স্কুলে-স্কুলে বার্ষিক পরীক্ষার মরশুম। কিন্তু তার মধ্যেও ১৮ নভেম্বর একাধিক বিদ্যালয়গুলিতে রয়েছে সরকারি ছুটি। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
১৮ নভেম্বর স্কুল বন্ধ

১৮ নভেম্বর মঙ্গলবারের স্কুল ছুটির খবর অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছু রাজ্যে বিশেষ অনুষ্ঠান থাকায়, আবার কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কায় স্কুল খোলা ও বন্ধ—উভয় সিদ্ধান্তই প্রভাবিত হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) তামিলনাড়ুতে ভারী বর্ষণের সতর্কতা জারি করায়, রাজ্যের বেশ কয়েকটি জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

25
কোন কোন রাজ্যে বিদ্যালয় খোলা থাকবে?

এদিকে দিল্লি-এনসিআর, বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও ওডিশার মতো রাজ্যগুলোতে কোনও নতুন আবহাওয়া সতর্কতা বা প্রশাসনিক ছুটি ঘোষণা না থাকায় স্কুল স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানানো হয়েছে। 

35
তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ

১৭ নভেম্বর ২০২৫ তারিখে ভারী বর্ষণ এবং ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) জারি করা অরেঞ্জ অ্যালার্টের কারণে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, ভিল্লুপুরমসহ আরও বেশ কিছু জেলায় প্রবল থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতা জারি ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮ নভেম্বর ২০২৫ তারিখেও এসব জেলায় স্কুল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

45
রাজধানীতে স্কুল খোলা না বন্ধ?

দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরগাঁও ও গাজিয়াবাদের স্কুলগুলো ১৮ নভেম্বর  স্বাভাবিকভাবেই খোলা থাকবে। বর্ষণের কোনও সতর্কতা নেই, দূষণজনিত ছুটিও ঘোষণা করা হয়নি, এবং স্কুল বন্ধের কোনও সরকারি নির্দেশনাও জারি হয়নি। ফলে সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগের পরিকল্পনা অনুযায়ী চলবে।

55
আর কোন রাজ্যে স্কুল বন্ধ?

১৮ নভেম্বর অন্ধ্রপ্রদেশে স্কুল স্বাভাবিকভাবে খোলা থাকবে। গুন্তুর, কৃষ্ণা, কড়াপা, ইস্ট গোদাবরী, নেল্লোর ও তিরুপতির মতো জেলায় আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং কোনও নতুন বৃষ্টির সতর্কতা জারি হয়নি। ফলে ক্লাস নিয়মমতো চলবে বলে জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories