লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঠিক আগে মণিপুরে হিংসা ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতিগত সংঘর্ষ, হানাহানি, হিংসায় বিদীর্ণ হলেও, এখন মণিপুরের অবস্থার উন্নতি হয়েছে এবং শান্তি ফিরেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মণিপুরের পরিস্থিতির উন্নতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কৃতিত্ব দাবি করেছেন। অসম ট্রিবিউন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি ইতিমধ্যেই মণিপুর প্রসঙ্গে সংসদে বক্তব্য পেশ করেছি। আমরা সংঘর্ষ থামানোর জন্য সবরকমভাবে চেষ্টা করেছি। নিরাপত্তাবাহিনীকে যেমন কাজে লাগাানো হয়েছে তেমনই প্রশাসনের যত বিভাগ আছে সেগুলিকেও ব্যবহার করা হয়েছে। ভারত সরকারের ঠিক সময়ে হস্তক্ষেপ এবং মণিপুর সরকারের চেষ্টার ফলেই এই রাজ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’
সরকারের উদ্যোগের কথা উল্লেখ প্রধানমন্ত্রী
মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘মণিপুরে যখন হিংসা, সংঘর্ষ, হানাহানি চরমে পৌঁছে গিয়েছিল, সেই সময় সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মণিপুরে থাকেন এবং পরিস্থিতির উন্নতির লক্ষ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে ১৫টিরও বেশি বৈঠক করেন। কেন্দ্রীয় সরকার অনবরত মণিপুরের পরিস্থিতির উন্নতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রাজ্য সরকারের পাশে আছে কেন্দ্র। ত্রাণ পৌঁছে দেওয়া এবং পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। মণিপুরে যাঁরা আশ্রয় শিবিরে আছেন তাঁদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে।’
লোকসভা নির্বাচনের আগে মণিপুর নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বিরোধী দলগুলি যে সব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে সেগুলির অন্যতম মণিপুরে হিংসা। সেই কারণেই সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। তিনি এর আগে সংসদে মণিপুর প্রসঙ্গে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, 'সারা দেশ মণিপুরের পাশে আছে। এই রাজ্যে শান্তি ফেরানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে চেষ্টা করছে।' কিন্তু তারপরেও বিরোধী দলগুলি সরকারকে আক্রমণ করে চলেছে। ২০২৩ সালের ৩ মে মণিপুরে হিংসা শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
স্বাধীনতা দিবসে কুকিদের প্রতিবাদ, ২ দশকের নিষেধাজ্ঞা ভেঙে সিনেমা দেখিয়ে মণিপুর সরকারকে চ্যালেঞ্জ
'বিদ্বেষের রাজনীতির ফল মণিপুর হিংসা', বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর
বিরোধীশূন্য সংসদে অশান্ত মণিপুর নিয়ে ভাষণ মোদীর, কি বললেন প্রধানমন্ত্রী?