সমৃদ্ধি মহামার্গের প্রথম ধাপের উদ্বোধন শীঘ্রই, মহারাষ্ট্রের ১০টি জেলাকে সমৃদ্ধ করবে এই এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রী সমৃদ্ধি মহামার্গের প্রথম ধাপের উদ্বোধন করবেন,যা ৫২০ কিলোমিটার দূরত্ব জুড়ে এবং নাগপুর ও শিরডিকে সংযুক্ত করবে।

Web Desk - ANB | Published : Dec 10, 2022 4:16 PM IST
110

মহারাষ্ট্রের ১০টি জেলা ও অমরাবতী, ঔরঙ্গাবাদ এবং নাসিকের বিশিষ্ট অঞ্চগুলে এবার এক সুতোয়া বাঁধা পড়বে প্রধানমন্ত্রীর সমৃদ্ধি মহামার্গের মাধ্যমে। 

210

প্রায় ৫৫,০০০ টাকা খরচ করে তৈরি হচ্ছে ৭০১ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে।এটি ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়েগুলির মধ্যে একটি। 
 

310

মহারাষ্ট্রের ১০টি জেলার মধ্যে দিয়ে যাবে এই এক্সপ্রেসওয়ে। এছাড়া অমরাবতী, ঔরঙ্গাবাদ এবং নাসিকের বেশ কিছু অঞ্চলও সংযুক্ত হবে। 
 

410

এছাড়াও পাশাপাশির জেলাগুলির উপরও এই এক্সপ্রেসওয়ের যথেষ্ঠ প্রভাব পড়বে। 
 

510

এক্সপ্রেসওয়েটি পার্শ্ববর্তী অন্যান্য ১৪টি জেলার সংযোগ উন্নত করতে সাহায্য করবে। 

610

এক্সপ্রেসওয়েটি পার্শ্ববর্তী অন্যান্য ১৪টি জেলার সংযোগ উন্নত করতে সাহায্য করবে। 

710

এই এক্সপ্রেসওয়েকে ঘিরে উন্নত হবে মহারাষ্ট্রের বিদর্ভ, মারাঠওয়াড়া এবং উত্তর মহারাষ্ট্রের অঞ্চলগুলি-সহ রাজ্যের প্রায় ২৪টি জেলা। 
 

810

এই এক্সপ্রেসওয়েকে ঘিরে উন্নত হবে মহারাষ্ট্রের বিদর্ভ, মারাঠওয়াড়া এবং উত্তর মহারাষ্ট্রের অঞ্চলগুলি-সহ রাজ্যের প্রায় ২৪টি জেলা। 
 

910

প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে সংযোগের পরিকাঠামোগুলো বাস্তবায়নের ফলে সমৃদ্ধ হবে একাধিক পর্যকটন স্থানও। 

1010

সমৃদ্ধি মহামার্গ দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট এবং অজন্তা ইলোরা গুহা, শিরডি, ভেরুল, লোনারের সঙ্গে সংযুক্ত হবে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos