প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা, পুরনো কার্ড বাতিল হয়ে আসছে প্যান ২.০, জেনে নিন নতুন কী থাকছে কার্ডে

নতুন কিউআর কোড-সহ আপগ্রেডেড প্যান কার্ড আসছে, যা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবে। সরকার বিনামূল্যে এই আপগ্রেডেশন করবে। এর সাথে, 'ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্প বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এবং ন্যাচারাল ফার্মিং-এ জোর দেওয়া হচ্ছে।

প্যান কার্ড নিয়ে বড় ঘোষাণা। শীঘ্রই আসছে প্যান ২.০। বড় ঘোষণা কেন্দ্রের। পুরনো প্যান কার্ড আর থাকবে না। সেই প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণ করা হয়েছে। সোমবার তারই অনুমোদন মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এবার থেকে পুরোপুরি বদলে ফেলতে হবে প্যান কার্ড। দেরি না করে আপগ্রেড করে নিন আপনার কার্ডটি।

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প্যান কার্ডে থাকবে কিউআরকোর্ড। সব ব্যক্তিগত তথ্য থাকবে সুরক্ষিত। বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে। আধুনিকীকরনের সব খরচ বহন করবে সরকার। এই সিদ্ধান্তের পিছনে আছে বিশেষ কারণ। ইজ অফ ডুইং বিজনেসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest Videos

এরই সঙ্গে একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। এক ঝলকে দেখে নিন- 

এবার বিশ্ববিদ্যালয়গুলিতে চালু হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প। যেখানে দেশ বিদেশের সব আধুনিজ জার্নাল পড়ার সুযোগ হবে।

ন্যাচরাল ফার্মিং-এ জোর দিচ্ছে কেন্দ্র। অনুমোদন মিলল ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্ম।

মহারাষ্ট্রত বিপুল সফল হয়েছে সরকার। সে কারণে সেখানে বিপুল সাফল্যের পর রেলপথ সহজ করতে অতিরিক্ত সাইন বাড়ানোর দুটি বড় প্রকল্প এনেছে। সব মিলিয়ে সেখানে আসছে তিনটি প্রকল্প।

সে যাই হোক আপাতত বদল হতে চলেছে প্যান কার্ড। নিরপাত্তা বৃদ্ধিতে এক অভিনব পদক্ষেপ নিন মোদী সরকার। আপাতত পরিবর্তন হতে চলেছে প্যান কার্ড। সকলের নিরাপত্তা বৃদ্ধিতে প্যান কার্ড পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার। নতুন পদক্ষেপ নিল মোদী সরকার। আসছে প্যান ২.০। 

 

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari