Viral Video: প্রোমোটারের এক চড়েই ছাদ থেকে মাটিতে পড়ে গেল নাবালিকা, তারপর কী হল

Published : Jul 28, 2024, 12:54 PM IST
promoter slapped the minor girl and threw her down from the roof  see the shocking viral video of Delhi bsm

সংক্ষিপ্ত

ভিডিওতে দেখা গেছে একটি একতলা বাড়ির ছাদে কাজ হচ্ছে। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক নাবালিকা। 

প্রোমোটারের এক চড়েই নিচে পড়ে গেল নাবালিক। কিন্তু তাকে উদ্ধার করতে এগিয়ে এল না কেউ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটে দিল্লির কিরারি এলাকায়। সেই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। যা নিয়ে অনেকেই ক্ষুব্ধ। অনেকেই আবার জাতীয় রাজধানীতে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

ভিডিওতে দেখা গেছে একটি একতলা বাড়ির ছাদে কাজ হচ্ছে। সেখানেই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক নাবালিকা। কথা কাটাকাটি চরমে পৌঁছালে ছাদে দাঁড়িয়ে এক ব্যক্তি নাবালিকাকে চড় মানে। ছাদ ন্যাড়া হওয়ায় তরুণী টাল সামলাতে না পেরে পড়ে যায়। ছাদ থেকে মাটিতে পড়ে কাতরাতে থাকে। অনেকে দূর থেকে ঘটনা দেখে। ভিডিও করে। কিন্তু তরুণীকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। যদিও এই ভিডিও-র সত্যতা খতিয়ে দেখেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সেই ভিডিওঃ

 

 

ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

স্থানীয় সূত্রের খবর সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। কিরারি এলাকায় একটি পরিবারের সদস্যদের সঙ্গে প্রোমোটারের বিবাদ প্রকাশ্যে আসে। সেই সময়ই নাবালিকা প্রোমোটারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। ন্যাড়া ছাদেই প্রোমোটার প্রকাশ্যে চড় মানে। তারপরই ঘটে দুর্ঘটনা। নাবালিকা তরুণী মাথায় আর পায়ে চোট পেয়েছে। দীর্ঘ সময় মাটি পড়ে থাকলেও কেউ উদ্ধার করেনি। শেষপর্যন্ত তরুণীর আত্মীয়রাই উদ্ধার কের হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রোমোটার। ঘটনার তদন্ত নেমেছে দিল্লির পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত অধরা প্রোমোটার ও তার সঙ্গীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

উত্তর গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ড, তাইল্যান্ড থেকে আটক পলাতক দুই মালিক
কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ, SIR নিয়ে লোকসভায় একী বললেন ডিম্পল যাদব, দেখুন