সকাল হতেই প্রার্থনায় চন্নি ও ভগবন্ত মান, পঞ্জাবে শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া, সকালের ভোটের হার কেমন

Published : Feb 20, 2022, 10:05 AM IST
সকাল হতেই প্রার্থনায় চন্নি ও ভগবন্ত মান, পঞ্জাবে শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া, সকালের ভোটের হার কেমন

সংক্ষিপ্ত

ভোট গ্রহণ শুরুর পর প্রথম ঘণ্টায় রাজ্যে ৪.৮% ভোট পড়েছে। এদিন সকালেই মোহালিতে পরিবারের সঙ্গে ভোট দিতে দেখা যায় পাঞ্জাবের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুকে৷  

উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটের পাশাপাশি এদিনই পঞ্জাবেও শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজ্যের ১১৭টি বিধানসভা কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ২.১৪ কোটি ভোটারের হাতেই এদিন ১৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এদিকে এদিন ভোটগ্রহণ শুরুর পর থেকে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় রাজ্যে ৪.৮% ভোট পড়েছে। এদিন সকালেই মোহালিতে পরিবারের সঙ্গে ভোট দিতে দেখা যায় পাঞ্জাবের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুকে৷


অন্যদিকে এদিন সকালেই কংগ্রেস নেতা সুনীল জাখর আবোহারের পাঞ্জকোসির ১২৮ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন৷ এদিন ভোট দিতে এসে রাজ্যের বিরোধীদের তীব্র ভাষায় কটাক্ষও করেন তিনি। জাখর বলেন, “আমি নিশ্চিত যে পাঞ্জাবের ভোটাররা পাঞ্জাবকে ভাগ করে শাসন করার স্বপ্ন দেখে তাদের উপযুক্ত জবাব দেবে।” অন্যদিকে পঞ্জাবের শিক্ষা, ক্রীড়া এবং এনআরআই বিষয়ক মন্ত্রী পরগট সিং জলন্ধরের মিঠাপুরে ভোট দিয়েছেন। জলন্ধর পশ্চিম থেকে কংগ্রেস প্রার্থী সুশীল রিংকুও ভোট দিয়েছেন।লুধিয়ানায় বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন পঞ্জাবের মন্ত্রী ভারত ভূষণ আশু। তিনি বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি পাঞ্জাবের উন্নয়নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে”। তিনি বলেন, “নির্বাচনে যত বেশি মানুষ অংশগ্রহণ করবে গণতন্ত্র তত শক্তিশালী হবে”।

আরও পড়ুন-ভোট মুখর পঞ্জাবে কেজরিওয়ালের নামে দায়ের মামলা, নেপথ্যে কী রহস্য

আরও পড়ুন- তীব্র হচ্ছে ইউক্রেন সঙ্কট, রাশিয়ার বিরুদ্ধে বড়সড় আর্থিক নিষেধাজ্ঞার পথে আমেরিকা
একইসাথে মোগা থেকে কংগ্রেস প্রার্থী মালবিকা সুদ সরকারি গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভোট দিয়েছেন। তিনি বলেন, “মগা শহরকে এগিয়ে নিয়ে যাওয়া একজন নাগরিক ও মগের মেয়ে হিসেবে আমার কর্তব্য। আমি বুথে গিয়ে মানুষের সাথে দেখা করব, তারা আমার আসার জন্য অপেক্ষা করছে।” অন্যদিকে ভোট পর্ব শুরু হতেই এদিন সকালে গুরুঘর ও মন্দিরে প্রণাম করলেন চন্নি ও ভগবন্ত মান। ভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি গুরুদ্বারা কাতালগড় সাহেবে মাথা নত করেন। এরপর তিনি মন্দিরে শিবের দুধ-অভিষেক করেন। একই সময়ে, মান মোহালির গুরুদ্বার সচ্চা ধন-এ মাথা নত করেন। এদিকে এবারের ভোটে গোটা রাজ্যে মোট ২৪৬৮৯টি ভোটকেন্দ্র এবং ৫১টি সহায়ক ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। যার মধ্যে ২০১৩ টি সংকটাপন্ন এবং ২৯৫২টি বুথকে স্পর্শকাতর ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসাথে ১১৯৬টি মডেল ভোট কেন্দ্র, ১৯৬টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র থাকছে। সব ভোটকেন্দ্রের ওয়েবকাস্টিং করা হচ্ছে।

আরও পড়ুন- বাবা-ছেলেরা মিলেই চলছে নাচ, হাসিমুখে বাপি লাহিড়ীকে স্মরণ ডিস্কো ড্যান্সার মিঠুনের

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট