করোনা ভ্যাকসিনের তহবিল কি দেবে সরকার, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানতে চাইলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

  • করোনা ভ্যাকসিন নিয়ে স্পষ্ট তথ্য চাইল পঞ্জাব
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী
  • ভ্য়াকসিনের তহবিল সংক্রান্ত জানতে চাইলেন
  • ভ্যাকসিন ব্যবহারের নীতি জানতে চাইলেন

Asianet News Bangla | Published : Dec 6, 2020 2:59 PM IST / Updated: Dec 06 2020, 08:33 PM IST

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পঞ্জাবে। সেকারণে ভ্যাকসিন সংক্রান্ত স্পষ্ট ধারনা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী অমরেন্দ্রর সিং। এছাড়াও প্রথম পর্যায়ের করোনাভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে নীতিগুলিও জানতে চাইলেন তিনি। রবিবার ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা রবীন ঠাকরাল।

আরও পড়ুন-বাড়ির সামনে বাইক রাখা নিয়ে গন্ডগোল, মহিলা সহ এক ব্যক্তিকে মারধরের চাঞ্চল্যকর ভিডিও

 

 

ট্যুইটে তিনি লিখেছেন, করোনাভাইরাস ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারনা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে ভারত সরকার তহবিল দেবে কিনা এবং প্রথম পর্যায়ের ভ্যাকসিন প্রদানে নীতি ও পদ্ধতিগুলিও জানতে চেয়েছেন তিনি।

আরও পড়ুন-রাজ্যে এই প্রথমবার, 'দাদার অনুগামীদের' অফিস খুলল পুরুলিয়ায়

 

 

 

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা রবীন ঠাকরাল ট্যুইট করে আরও জানান, পঞ্চাবের জনসংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় বেশি হওয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা ভ্যাকসিন ওই রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ। তা নিয়েও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
 
 

Share this article
click me!