গান্ধীতেই ভরসা কংগ্রেস- বিজেপির, জন্মের সার্ধশতবর্ষে বাপুকে নিয়ে দড়ি টানাটানি

Published : Oct 02, 2019, 03:09 PM IST
গান্ধীতেই ভরসা কংগ্রেস- বিজেপির, জন্মের সার্ধশতবর্ষে  বাপুকে নিয়ে  দড়ি টানাটানি

সংক্ষিপ্ত

মহাত্মা  গান্ধীর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তী রাজধানীতে  গান্ধী সংকল্প যাত্রার সূচনা অমিত শাহের  দিল্লিতে কংগ্রেসের পদযাত্রায় রাহুল গান্ধী   জন্মের সার্ধশতবর্ষে  বাপুকে নিয়ে  দড়ি টানাটানি 

মহাত্মা  গান্ধীর সার্ধশতবর্ষ জন্ম জয়ন্তীতে  দেশজুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীর জনককে। কিন্তু এদেশের রাজনীতিতে তিনি এখনও যে কতটা প্রাসঙ্গিক তারই যেন প্রমাণ মিলল বুধবার তাঁর জন্ম জয়ন্তীতে। জন্মের ১৫০ তম বছরে মহাত্মাকে নিয়ে দড়ি টানাটানিতে জড়াল বিজেপি ও কংগ্রেস দুই শিবিরই।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে দিল্লির রাজপথে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দেশজুড়ে ১২০ দিন ধরে চলবে এই কর্মসূচি। 

পিছিয়ে নেই কংগ্রেসও। গান্ধী জয়ন্তীতে দেশজুড়ে পদযাত্রা করছে শতাব্দীপ্রাচীন এই দল। দিল্লিতে পদযাত্রায় অংশ নেন স্বয়ং রাহুল গান্ধী।

স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেসের সঙ্গেই  যুক্ত ছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু  ২০১৪ সালে প্রথমবার ভোটে জিতে  কংগ্রেসের ঘরের ছেলে সেই মহাত্মা গান্ধীর দিকেই হাত বাড়ান নরেন্দ্র মোদী। গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন স্বচ্ছ ভারত অভিযান। তারপর থেকেই দুই দলের মধ্যে গান্ধীকে নিয়ে দড়ি টানাটানি চলছে। 
 

PREV
click me!

Recommended Stories

রইল আপনার শহরের আজকের ডিজেল ও পেট্রোলের দাম
LIVE NEWS UPDATE: পাকিস্তানে কি গণতন্ত্র মিথ্যে? ইমরান জেলে, মুনিরের সুরক্ষা-UN-এ ফাঁস ভারতের