আমিত মালব্যের পোস্ট করেছেন, যেখানে রাহুল গান্ধীকে একটি নাইটক্লাবে দেখা গেছে। সঙ্গে রয়েছেন এক বিদেশী মহিলা। তাঁর হাতে বোতলও রয়েছে। ব্যাকগ্রাউন্ডে তারশ্বরে গান বাজচ্ছে। অনেকেই সেই গানের তালে তালে নাচছেন।
আবারও বিজেপির নিশানায় রাহুল গান্ধী। এবার একটি পুরনো ভিডিও পোস্ট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এক হাত নিল বিজেপি। বিজেপি মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য এদিন বেলা ১১টা নাগান একটি রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করেন। তারপরই তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
আমিত মালব্যের পোস্ট করেছেন, যেখানে রাহুল গান্ধীকে একটি নাইটক্লাবে দেখা গেছে। সঙ্গে রয়েছেন এক বিদেশী মহিলা। তাঁর হাতে বোতলও রয়েছে। ব্যাকগ্রাউন্ডে তারশ্বরে গান বাজচ্ছে। অনেকেই সেই গানের তালে তালে নাচছেন। এই ভিডিও পোষ্ট করে অমিত মালব্য বলেছেন, যখন মুম্বই হামলা হয়েছিল তখন রাহুল গান্ধী বিদেশের নাইটক্লাবে ব্যস্ত ছিলেন। রাতের পার্টির অংশ ছিলেন তিনি। এটা প্রায়ই তিনি করে থাকেন। কিন্তু মজার বিষয় হল কংগ্রেস প্রেসিডেন্ট নিয়োগ করতে চাইছে না। তাতে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী আঘাত পেতে পারে বলে। আপনিও দেখুন ভিডিওটি।
যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে সম্প্রতি কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গান্ধী পরিবারের বিরোধী গোষ্ঠী চাপ দিতে শুরু করেছে। কিন্তু সনিয়া গান্ধী এখনও পর্যন্ত কিছুই বলেননি। তবে বিজেপির মত রাহুল গান্ধীকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চায় কংগ্রেস। তাই জন্য প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দ্বিধাগ্রস্ত রয়েছে শিবির। যাইহোক এটা কংগ্রেসের অন্দরের বিষয়।
কিন্তু মজার কথা হল এদিনই কংগ্রেস প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের বিদেশ সফর তীব্র বিরোধিতা করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময় দেশ একটি সংকটের মধ্যে পড়েছে। তাই তাঁর দেশে থাকাটা জরুরি ছিল। কিন্তু 'সাহেব' বিদেশে থাকতেই বেশি পছন্দ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স গেছেন।
তবে রাহুল গান্ধীকে এর আগেও একাধিকবার বিজেপি ব্যক্তিহত আক্রামণ করেছিল। কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে এজাতীয় আক্রমণের বিরুদ্ধে কোনও সওয়াল করেননি তিনি। তবে তাঁর দলের পক্ষ থেকে একাধিকবার একাধিক মন্তব্য করা হয়েছে। তবে রাহুল গান্ধী বরাবরই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও তাঁকে কখনই ব্যক্তিগত আক্রমণ করেননি। এখনও পর্যন্ত কংগ্রেসও এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে আগামী দিনে এই জাতীয় ভিডিও নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।